বিনোদন প্রতিবেদক

  ১০ সেপ্টেম্বর, ২০১৮

‘ফায়ার ফ্লাইজ’ এখন কলকাতায়

বাংলাদেশের সাংস্কৃতিক সংগঠন সাধনা এবার ভারতের কলকাতায় যাচ্ছে নৃত্য প্রযোজনা নিয়ে। ‘নবদিশা-২০১৮’ নৃত্য উৎসবে অংশ নেবে সাধনার নৃত্যশিল্পীরা। ‘নবদিশা ২০১৮’ নৃত্য উৎসব আয়োজন করছে কলকাতার ‘উপাসনা নৃত্য কেন্দ্র’।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাধনার পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল ১১ সেপ্টেম্বর কলকাতায় মঞ্চস্থ হবে সাধনার প্রযোজনা ‘ফায়ার ফ্লাইজ’। রবীন্দ্রনাথের ইংরেজি কবিতাগুচ্ছ ‘ফায়ার ফ্লাইজ’ অবলম্বনে একই নামে নৃত্য প্রযোজনা মঞ্চে এনেছে সাধনা।

‘ফায়ার ফ্লাইজ’-এর নৃত্য পরিচালনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যান্ড পারফর্ম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক ও তরুণ মেধাবী নৃত্যশিল্পী অমিত চৌধুরী। এই প্রযোজনাটির পরিকল্পনায় আছেন মার্কিন নৃত্যশিল্পী কোর্টনি সাটো। সংগীত পরিচালনা করেছেন নির্ঝর চৌধুরী এবং শিল্প নির্দেশনায় আছেন লুবনা মারিয়াম।

এই প্রযোজনাটি ২০১২ সালে প্রথম মঞ্চে নিয়ে আসে সাধনা।

একই বছর প্রযোজনাটি দিল্লিতে মঞ্চস্থ করে সাধনা। সেখানে দর্শকের কাছ থেকে বিপুল প্রশংসা অর্জন করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close