বিনোদন প্রতিবেদক

  ০৬ সেপ্টেম্বর, ২০১৮

শিল্পী সংস্থার রবীন্দ্র-স্মরণানুষ্ঠান

‘অহংকার চূর্ণ করো/প্রেমে মন পূর্ণ করো’Ñসেøাগান ধারণ করে দুই দিনের রবীন্দ্র-স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৭তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে এই আয়োজন করেছে বাংলাদেশ রবীন্দ্রসংগীতশিল্পী সংস্থা। আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে স্মরণ-সংগীতানুষ্ঠান শুরু হবে। দুই দিনের এই আয়োজনে সংস্থার ৮০ জন শিল্পী গীতবিতান থেকে পূজা, প্রেম, প্রকৃতি, স্বদেশ ও বিচিত্র পর্যায়ের গান পরিবেশন করবেন। সংস্থার শিল্পীদের পাশাপাশি গান পরিবেশন করবেন খ্যাতিমান রবীন্দ্রসংগীতিশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, অদিতি মহসিন, শামা রহমান ও লিলি ইসলাম। সংস্থার সভাপতি তপন মাহমুদ বলেন ‘রবীন্দ্র প্রয়াণ দিবসেই এই অনুষ্ঠানের আয়োজনের কথা ছিল। কিন্তু অনুষ্ঠানটি সে সময় স্থগিত করা হয়। তিনি জানান, রবীন্দ্রনাথ ঠাকুরের বৈচিত্র্যময় গান পরিবেশন করা হবে এই অনুষ্ঠানে। উদ্বোধনী সন্ধ্যার সূচনা হবে ‘সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা’ ও ‘আগুনের পরশমণি’ পরপর দুটি কোরাস গানের মধ্য দিয়ে। এরপর শুরু হবে একক ও দ্বৈত সংগীত।’ দুই দিনের রবীন্দ্র-স্মরণানুষ্ঠান প্রতিদিন সন্ধ্যা ৬টায় শুরু হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close