বিনোদন প্রতিবেদক

  ০১ সেপ্টেম্বর, ২০১৮

‘আলতাফ মাহমুদ পদক’ পেলেন হাসান ইমাম ও ফেরদৌসী মজুমদার

শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন প্রবর্তিত ‘শহীদ আলতাফ মাহমুদ পদক’-এ ভূষিত হলেন কিংবদন্তি দুই অভিনয়শিল্পী সৈয়দ হাসান ইমাম ও ফেরদৌসী মজুমদার। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে তাদের হাতে পদক তুলে দেওয়া হয়। মূলত শিল্পকলা একাডেমি ও শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেণ্য অভিনেতা আলী যাকের। তার হাত থেকেই দুজন গুণী শিল্পী এই পদক গ্রহণ করেন। পদক পাওয়া প্রসঙ্গে সৈয়দ হাসান ইমাম বলেন, আলতাফ মাহমুদ আমার চেয়ে বয়সে বড় ছিলেন, কিন্তু তিনি ছিলেন আমার বন্ধুর মতো। মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই পদকপ্রাপ্তিকে আমি অনেক সম্মানের, গর্বের বলে মনে করি। কারণ স্বাধীনতা পদক, একুশে পদক রাষ্ট্রীয় পুরস্কার-অনেক সম্মানের পুরস্কার। কিন্তু আলতাফ মাহমুদের এই পুরস্কারের সঙ্গে সারা দেশের মানুষের মনের সংযোগ রয়েছে। প্রিয় এ মানুষের নামে এই পুরস্কার আমাকে গর্বিত করেছে। ফেরদৌসী মজুমদার বলেন, আলতাফ মাহমুদের সুর আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। কে বলে তিনি নেই, তিনি অমর হয়ে আছেন তার সৃষ্টির মধ্য দিয়ে। তিনি যে কত বড় একজন সুরকার ছিলেন তা ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি’ গানটির কথা বলতে গেলে বোঝা যায়। তার সব গানেরই সুর প্রাণে গিয়ে লাগে, এটা সবাই পারে না। আলতাফ মাহমুদ আলতাফ মাহমুদই। বাংলাদেশ যত দিন থাকবে, তিনিও তত দিন অমর হয়েই রইবেন। তার স্মৃতিতে আজকের পদকপ্রাপ্তি আমার জন্য সত্যিই অনেক আনন্দের। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলতাফ মাহমুদের মেয়ে ও ফাউন্ডেশনের সচিব শাওন মাহমুদ। পদকপ্রাপ্তদের শুধু পদকই নয় উত্তরীয় পরিয়ে দেওয়ার পাশাপাশি সম্মানীও দেওয়া হয়। অমর সুরস্রষ্টা শহীদ আলতাফ মাহমুদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ২০০৫ সালে গঠিত হয় ‘শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন’। একটি পদক, উত্তরীয় ও আর্থিক সম্মাননা প্রদানের মাধ্যমে ‘শহীদ আলতাফ মাহমুদ পদক’ দেওয়া হয়ে থাকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close