বিনোদন প্রতিবেদক

  ৩১ আগস্ট, ২০১৮

‘অমলেশ চক্রবর্তী সম্মাননা’ পাচ্ছেন গোলাম কুদ্দুছ

পশ্চিমবঙ্গের প্রয়াত নাট্যকার-নির্দেশক অমলেশ চক্রবর্তী স্মরণে প্রবর্তিত ‘অমলেশ চক্রবর্তী সম্মাননা’ পাচ্ছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। কলকাতার অনীক নাট্যদল তাদের প্রতিষ্ঠাতা অমলেশ চক্রবর্তী স্মরণে ২০১৭ সাল থেকে চালু করেছে এই পদক। সম্মিলিত সাংস্কৃতিক জোট সূত্রে জানা গেছে, এ বছর ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা-নির্দেশক-চিত্রনাট্যকার অরুণ মুখার্জি, পশ্চিমবঙ্গের প্রবীণ অভিনেতা চন্দন সেন ও আরো একজন মঞ্চ অভিনেতার সঙ্গে গোলাম কুদ্দুছকে এই সম্মাননা জানাচ্ছে অনীক। আগামী ২ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের কলকাতার তপন থিয়েটার মঞ্চে এক অনুষ্ঠানে মনোনীতদের হাতে পদক তুলে দেওয়া হবে। দীর্ঘ চার দশক ধরে ‘প্রগতিশীল’ সাংস্কৃতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপশি দুই দেশের অভিন্ন ধারার সংস্কৃতি বিনিময়ে ‘অসামান্য’ অবদানের জন্য গোলাম কুদ্দুছকে এ পদকের জন্য মনোনীত করা হয়েছে বলে জানিয়েছে অনীক নাট্যদল। পদক প্রাপ্তির অনুভূতি জানিয়ে গোলাম কুদ্দুছ বলেন, ‘এই পুরস্কার প্রাপ্তি আমার দায়িত্ব আরো বহুগুণ বাড়িয়ে দিল। দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ের পাশাপাশি দুই বাংলার মানুষের মধ্যে ঐক্য ধরে রাখার কাজে নিজেকে আরো বেশি নিয়োজিত করব। নতুবা এই পুরস্কার প্রাপ্তি যে অর্থহীন হবে।’ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বাংলাদেশ ও ভারতের নাটকের দলগুলো নিয়ে গঙ্গা-যমুনা নাট্যোৎসব, শচীন দেববর্মণ সঙ্গীত উৎসব আয়োজন করছেন নিয়মিতভাবে। এ ছাড়া নাট্য সংগঠন ঢাকা পদাতিক এবং সাংস্কৃতিক সংগঠন বহ্নিশিখার হয়েও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরায় সংস্কৃতি বিনিময় কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close