বিনোদন প্রতিবেদক

  ৩১ আগস্ট, ২০১৮

সজল-অপর্ণার ‘একজন সঙ্গে ছিল’

আকবর সাহেবের একমাত্র মেয়ে মিরা। সদ্য গ্র্যাজুয়েশন শেষ করা মিরার পুরো পৃথিবী শুধু শুভ্রকে ঘিরেই। প্রতিদিন সকালে উঠেই ব্রেকফাস্ট না করেই বাসার ছাদে চলে যায় শুভ্রর সঙ্গে দেখা করতে। এরপর দুপুর নাগাদ চলে তাদের গল্প, দুপুরে বাসায় এসে ফ্রেশ হয়ে বিকেলের দিকে ঘুরতে বের হয় দুজন। শুভ্রর সঙ্গে সম্পর্কের শুরুতে প্রথম শর্তই ছিল শুভ্র মিরাকে পুরো শহর ঘুরে দেখাবে। মিরার সবকিছু বলতে ওই এক শুভ্রই। বাবা বেশির ভাগ সময় অফিসে থাকায় তিনি এসব কিছু তেমন একটা জানেন না। মা জানলেও কিছু বলতে পারে না। কারণ, ইদানীং মিরার রাগের মাত্রা অনেক বেড়েছে। মা রাহেলা বেগম মিরার ব্যাপারে যা জানার কাজের মেয়ে সালমার কাছ থেকেই জেনে নেন। বেশি কিছু বলতে গেলে কখন কী করে বসে, তাই তিনি মেয়ের সব কার্যকলাপ মুখবুজে সহ্য করে যান। কিন্তু এভাবে আর সহ্য করা যায় না। কবে কী দুর্ঘটনা ঘটিয়ে ফেলে তার আগেই তাকে একটা ব্যবস্থা নিতে হবে। মিরাকে একজন ভালো সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার। আর এর জন্যই তিনি শহরের নামকরা সাইকিয়াট্রিস্ট রাফসানের কাছে যান। পুরো ঘটনা রাফসানের কাছে বলেন। ভার্সিটির শেষবর্ষে এসে শুভ্রর সঙ্গে সম্পর্ক হয় মিরার। বাবা মায়ের বাধ্য মেয়ে মিরা সম্পর্কের শুরুতেই মাকে জানায় সবকিছু। এমন একটি গল্প নিয়েই এগিয়েছে ‘একজন সঙ্গে ছিল’ নাটকের দৃশ্যপট। সজিব খানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন আবদুন নূর সজল, অপর্ণা ঘোষ ও অবাক রায়হানসহ আরো অনেকে। আজ রাত ৮টায় নাটকটি আরটিভিতে প্রচারিত হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close