বিনোদন প্রতিবেদক

  ৩০ আগস্ট, ২০১৮

ভক্তদের ফোনের অপেক্ষায় শাওন

অভিনেত্রী-নির্মাতা মেহের আফরোজ শাওন। অভিনয়ের বাইরে ২০১৬ সালে রিয়াজ-মাহিকে নিয়ে শাওন নির্মাণ করেছেন নিজের পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’। আর সেই চলচ্চিত্রের সুবাদে তিনি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেয়েছেন ‘শ্রেষ্ঠ গায়িকা’র। ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রের ‘যদি মন কাঁদে’ শিরোনামের গানটির জন্য ৮ জুলাই জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ৪১তম আসরে মেহের আফরোজ শাওনের হাতে ‘শ্রেষ্ঠ গায়িকা’র পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভক্ত ও শুভাকাক্সক্ষী অনেকেই হয়তো সরাসরি কথা বলা ও আড্ডা দেওয়ার সুযোগ পাচ্ছেন না তার সঙ্গে। তবে ভক্তদের জন্য এবার সেই সুযোগ এসেছে। আজ ৩০ আগস্ট রাত ৮টায় যেকোনো বাংলালিংক নম্বর থেকে ২২২৮৮ নম্বরে কল করলেই সরাসরি মেহের আফরোজ শাওনের সঙ্গে কথা বলতে পারবেন দর্শকরা।

এ বিষয়ে ভিডিও বার্তায় মেহের আফরোজ শাওন বলেন, দর্শকদের সঙ্গে আড্ডা দেওয়ার চমৎকার একটা সুযোগ আমি পেয়ে গেছি। আজ রাত ৮টায় আমি আসছি বাংলালিংক স্টারজোন সার্ভিসে। আমি থাকব আপনাদের সঙ্গে। নানা বিষয়ে কথা হবে, ফোন কলে আড্ডা হবে। প্রসঙ্গত, দর্শকদের সঙ্গে তারকাদের সরাসরি ফোন কলে কথা বলার এ সুযোগ করে দিচ্ছে বাংলালিংক ও লাইভ এন্টারটেইনমেন্ট।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close