বিনোদন প্রতিবেদক

  ২৯ আগস্ট, ২০১৮

১ সেপ্টেম্বর ‘ক্লিন ঢাকা কনসার্ট’

বৈশাখী টেলিভিশন এবং নাগরিক ঢাকা ফাউন্ডেশনের যৌথ আয়োজনে আগামী ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ‘ক্লিন ঢাকা কনসার্ট’। এদিন বিকেল ৩টায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের ২নং অডিটরিয়ামে এই আয়োজনের উদ্বোধন করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এতে পারফর্ম করবে ব্যান্ডদল বন্ধুজনা, তপু ও ইয়াত্রী, নেমেসিস, ডিফারেন্ট টাচ্, ফিডব্যাক ও মাইলস। এ ছাড়াও বাড়তি বিনোদনের মাত্রা যোগ করতে সঙ্গে থাকছেন মিরাক্কেলখ্যাত আবু হেনা রনি ও শাওন মজুমদার। কনসার্টটি নিয়ে বৈশাখী টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, ৪০০ বছরের বয়সী ঢাকা শহর আমার,আপনার সকলের। এই ঢাকাকে পরিষ্কার পরিছন্ন রাখা আমাদের দায়িত্ব। দায়িত্ববান নাগরিক হোন, ঢাকাকে পরিছন্ন রাখুনÑ এই সেøাগানকে সামনে রেখেই আমাদের এ আয়োজন। এ আয়োজনে অংশ নিন সমাজ সচেতনতায় এগিয়ে আসুন।

নাগরিক ঢাকা ফাউন্ডেশনের সভাপতি এম. নাঈম হোসেন বলেন, ঢাকাকে পরিষ্কার পরিছন্ন রাখা এবং যোগ্য নাগরিক গড়ে তোলার স্বার্থেই দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে নাগরিক ঢাকা ফাউন্ডেশন। নাগরিক ঢাকা ফাউন্ডেশন পরিছন্নতা কার্যক্রমের পাশাপাশি এই প্রথম বৈশাখী টেলিভিশনের সঙ্গে ক্লিন ঢাকা কনসার্ট আয়োজন করতে যাচ্ছে। ভবিষ্যতে নাগরিক ঢাকা আরো নতুন নতুন কর্মকা- নিয়ে মানুষের সামনে হাজির হবে। সে পরিকল্পনা নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। এ জন্য প্রয়োজন আপামর মানুষের সর্বাত্মক সহযোগিতা। এদিকে এ কনসার্ট পহেলা সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে চলবে রাত ১০টা পর্যন্ত। কনসার্টটি সরাসরি সম্প্রচার করবে বৈশাখী টেলিভিশন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close