বিনোদন ডেস্ক

  ২৯ আগস্ট, ২০১৮

হৃতিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

জনপ্রিয় বলিউড অভিনেতা হৃতিক রোশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। চেন্নাইয়ের কোডুঙ্গাইয়ার থানায় হৃতিকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। আর মুরলি ধরন নামের এক ব্যক্তি হৃতিক রোশনসহ আটজনের বিরুদ্ধে ২১ লাখ রুপির প্রতারণার অভিযোগ এনেছেন। ভারতীয় একটি সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মুরলি ধরন দাবি করেছেন, ‘এইচআরএক্স’ নামের একটি মার্চেন্ডাইস ব্যান্ডের খুচরা বিক্রেতার দায়িত্বে ছিলেন তিনি। ব্যান্ডটি ২০১৪ সালে উদ্বোধন করা হয় এবং এর প্রচারের দায়িত্বে ছিলেন হৃতিক। মুরলি ধরনের অভিযোগ, প্রতিষ্ঠানটি তাকে নিয়মিত পণ্য সরবরাহ করত না এবং তার অজান্তেই মার্কেটিং বন্ধ করে দিয়েছে। এর ফলে পণ্য বিক্রি বন্ধ হয়ে গেছে। এরপর অবিক্রীত পণ্য ওই প্রতিষ্ঠানে ফেরত পাঠিয়ে তার মূল্য এবং কর্মচারীর বেতন বাবদ ২১ লাখ রুপি দাবি করেন কিন্তু প্রতিষ্ঠানটি তা দিতে অস্বীকার করেছে। মুরলি ধরনের এই অভিযোগের ভিত্তিতে কোডুঙ্গাইয়ার থানা হৃতিক রোশনসহ অন্য আটজনের বিরুদ্ধে ভারতীয় পেনাল কোড ৪২০ ধারায় (প্রতারণা এবং সম্পদ প্রেরণের ব্যাপারে অসৎ প্ররোচনা) অভিযোগ দায়ের হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close