বিনোদন প্রতিবেদক

  ২৯ আগস্ট, ২০১৮

পরিবারের সঙ্গেই কাটবে সাফা কবিরের জন্মদিন

এই সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাফা কবির। বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে প্রিয় হয়ে উঠেছেন তিনি। ভালো গল্পে ভিন্ন ধরনের চরিত্রে নিজেকে তুলে ধরে একজন পরিপূর্ণ অভিনেত্রী হতে প্রতিনিয়ত চেষ্টা করছেন সাফা। তাইতো অভিনয়ের বাইরে আর কোনো কিছুতেই তেমন ভাবনা নেই তার। যে কারণে নির্মাতারা তাকে নিয়ে স্বাচ্ছন্দ্যে কাজ করছেন। এবারের ঈদে সাফা কবির অভিনীত চারটি নাটক ভিন্ন চারটি চ্যানেলে প্রচার হয়েছে। ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা ৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হয়েছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘বিথীর বানান ভুল ছিল’, ঈদের ষষ্ঠ দিন রাত ১১টা ৫ মিনিটে আরটিভিতে প্রচারিত হয়েছে তুহিন হোসেনের ‘আমি তোমাকেই বলে দেবো’, একই দিনে রাত ৯টা ৩৫ মিনিটে চ্যানেল আইতে মুক্তাদির ও ফাহাদের ‘পাতলা খান লেনে বাঘ আসিয়াছিলো’ এবং সপ্তম দিনে একুশে টিভিতে রাত ৮টায় প্রচার হয় রিংকুর ‘সোলমেট’। তবে অমি পরিচালিত ইউটিউবে প্রকাশিত ‘পাসপোর্ট’ নাটকটির জন্য সবচেয়ে বেশি সাড়া পাচ্ছেন বলে জানান সাফা। সাফা বলেন, আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ‘পাতলা খান লেনে বাঘ আসিয়াছিল’ নাটকটি। এটাই বেস্ট। দর্শকের কাছে আমি কৃতজ্ঞ যে তারা আমার অভিনীত কাজগুলো আগ্রহ নিয়ে দেখছেন। তাদের ভালোবাসাই আমার আগামী দিনে এগিয়ে চলার পরম শক্তি উৎসাহ। এদিকে আজ সাফা কবিরের জন্মদিন। জন্মদিন উপলক্ষ্যে নেই কোনো শুটিং, নেই কোনো বিশেষ আয়োজন। কারণ জন্মদিনে কখনোই তিনি বিশেষ কিছু করেন না। আজ সারা দিন পরিবারের সঙ্গেই সময় কাটবে তার। জন্মদিন নিয়ে সাফা বলেন, জন্মদিনে সবার দোয়া চাই যেন আল্লাহ আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আর দর্শককে তাদের মনের মতো আরো কাজ যেন উপহার দিতে পারি। প্রসঙ্গত, শিগগিরই সাফা কবির অভিনীত ভিকি জাহেদ পরিচালিত ‘বান্ধবী’ শর্টফিল্মটি ইউটিউবে প্রকাশ হবে। এতে সাফার বান্ধবীর চরিত্রে অভিনয় করেছেন স্পর্শিয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close