বিনোদন প্রতিবেদক

  ২৭ আগস্ট, ২০১৮

শহীদ আলতাফ মাহমুদ পদক পাচ্ছেন সৈয়দ হাসান ইমাম ও ফেরদৌসী মজুমদার

এবছর ‘শহীদ আলতাফ মাহমুদ পদক (২০১৮)’ পাচ্ছেন দুই গুণিজন সৈয়দ হাসান ইমাম এবং ফেরদৌসী মজুমদার। শহীদ আলতাফ মাহমুদ কন্যা শাওন মাহমুদ এ তথ্য জানিয়েছেন। ৩০ আগস্ট সন্ধ্যায় শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা ভবনে ওই দুই গুণিজনের হাতে পদক, সম্মানী এবং উত্তরীয় তুলে দেওয়া হবে। ২০০৫ সাল থেকে প্রতিবছর আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবস ৩০ আগস্টে নিয়মিত এই আয়োজন করে আসছে শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন।

একুশের অমর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র অমর সুরস্রষ্টা এবং মুক্তিযোদ্ধাদের সংগঠক আলতাফ মাহমুদকে মহান মুক্তিযুদ্ধের সময় তার বাসা থেকে ১৯৭১ সালের ৩০ আগস্ট পাকিস্তানি হানাদার বাহিনী ধরে নিয়ে যায়। ‘ক্র্যাক প্লাটুন’ গেরিলা মুক্তিযোদ্ধাদের অনেকের সঙ্গে তিনি পাক সেনাদের হাতে আটক অবস্থায় নির্মম নির্যাতনের শিকার হন এরপরে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। শহীদ আলতাফ মাহমুদ স্মরণে তার পরিবার ও ‘ক্র্যাক প্লাটুন’ গেরিলা মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গঠিত হয় শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন। প্রতিবছর একজন বা দুইজনকে সম্মাননা জানানোর ধারাবাহিকতায় এ বছর সম্মানিত করা হবে সৈয়দ হাসান ইমাম এবং ফেরদৌসী মজুমদারকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close