বিনোদন প্রতিবেদক

  ২৬ আগস্ট, ২০১৮

অন্যরকম ভালোলাগার ছবি ‘বেপরোয়া’

এ সময়ের জনপ্রিয় নায়িকা ববি। এবারের ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘বেপরোয়া’ ছবিটি। গত ২০ আগস্ট ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। ফলে তড়িঘড়ি করে ছবিটি মুক্তির আয়োজন করা হয়। সে কারণে ঢাকার বাইরে একটি মাত্র প্রেক্ষাগৃহে চার কোটি টাকা বাজেটের ছবিটি মুক্তি পেয়েছে। এ কারণে কিছুটা হতাশ ববি। তবে শিগগিরই বড় পরিসরে ছবিটি মুক্তি দেওয়া হবে। ববি মনে করেন, দর্শক চাহিদা বিচার করে ছবিটি নির্মাণ করা হয়েছে।

সম্প্রতি এসব বিষয় নিয়ে কথা প্রসঙ্গে ববি বলেন, ‘ছবিটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। ছবিটি নির্মাণের সময় থেকেই দর্শকদের বেশ আগ্রহের কেন্দ্রে ছিল। আর এটা একদমই ঈদের ছবি। দর্শক এখন যেমন ছবি দেখতে চায় বেপরোয়া ঠিক তেমনই।’

ববি আরো বলেন, ‘ঈদে ছবি মুক্তি পেলে খুব চিন্তাও হয়, আবার উত্তেজনাও থাকে। ছবিটি দর্শকদের ঈদের আনন্দ দ্বিগুণ করে দেবে।’

ববি মনে করেন এখন দর্শকদের প্রতিক্রিয়া অল্প সময়েই বোঝা যায়। বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে। ‘অনেকটা বিরতির পর আমার ছবি মুক্তি পাচ্ছে। এই ভালো লাগাটার মানে কিন্তু অন্যরকম। এ ছবিতে যে চরিত্রে অভিনয় করেছি এর আগে এমন কোনো চরিত্র করিনি। সব মিলিয়ে ফ্যামিলি ড্রামা, অ্যাকশন ও রোমান্স সবই আছে।’

এ ছবিতে ববির সহশিল্পী হিসেবে কাজ করেছে জিয়াউল হক রোশান। নায়ক হিসেবে তরুণ। সহশিল্পী রোশান সম্পর্কে ববির মত, ‘ও খুব ভালো কাজ করেছে। এ ছবিতে ওকে পারফেক্ট হিরো হিসেবে দেখব।’

ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। তারা জানিয়েছে, তাদের বিজনেস পলিসির অংশ হিসেবে ছবিটি প্রথম সপ্তাহে মাত্র একটি হলে মুক্তি দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের বরাত দিয়ে ববি বলেন, ‘একটা ঈদ যাবে, আর জাজের ছবি থাকবে না, তা তো হয় না! সেজন্য একটি হলে মুক্তি দিয়েছে। ঈদের দুই কিংবা তিন সপ্তাহ পর সারাদেশে বেপরোয়া চলবে। তখন কিন্তু ব্যবসায়ের হিসেব পাল্টে যাবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close