বিনোদন প্রতিবেদক

  ১৬ আগস্ট, ২০১৮

‘বঙ্গবন্ধু’কে নিয়ে লুমিনের গান

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত হয়েছে একটি গানের ভিডিও। গানটি গেয়েছে জনপ্রিয় ব্যান্ডদল ‘ফিডব্যাক’র ভোকাল লুমিন। মেহেরপুরের মুজিবনগর এবং ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু জাদুঘরে চিত্রায়িত হয়েছে এই গানটি। যার শিরোনাম ‘বঙ্গবন্ধু’। বঙ্গবন্ধুর লড়াকু ও সংগ্রামী জীবন, মৃত্যু এসব দিয়ে গানটি লিখেছেন পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ। সুর করেছেন সাজেদ ফাতেমী। সংগীত আয়োজন করেছেন জে আর সুমন। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৈয়দ তানভীর আহমেদ। যিনি এর আগে ‘বীরাঙ্গনা’ ও ‘পচিশে মার্চ’ নামে দুই গানের ভিডিও নির্মাণ করে প্রশংসা পেয়েছিলেন। গানটি প্রসঙ্গে কণ্ঠশিল্পী লুমিন বলেন, ‘এই গানের কথা ও সুর দুটোই আমার ভীষণ মনে ধরেছে। গানটি লিখেছেন একজন পুলিশ কর্মকর্তা। তার লেখনীতে পিতা হারানোর যে কষ্ট উঠে এসেছে, তা আমার হৃদয় নাড়া দিয়েছে।’ গানটির গীতিকার দেওয়ান লালন আহমেদ বলেন, ‘বুকের মাঝে ধারণ করি দেশপ্রেম, ধারণ করি মহান মুক্তিযুদ্ধ, ধারণ করি মহান নেতা বঙ্গবন্ধুকে। সেই প্রত্যয় বুকে নিয়ে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বঙ্গবন্ধুর স্মরণে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ গান।’ উল্লেখ্য, বঙ্গবন্ধুকে নিয়ে গানটি পার্পল ভিশনের ব্যানারে নির্মিত হয়েছে। প্রসঙ্গত, ১৪ আগষ্ট রাতে গানটি জি-সিরিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close