বিনোদন প্রতিবেদক

  ১৪ আগস্ট, ২০১৮

তিশা-নিশোর ‘পেজ সিক্সটিন’

ব্যবসায়ী জামশেদ মুস্তাফী। তার জীবনে দুটি ভালোবাসার জিনিস আছে। প্রথমটি হচ্ছে তার মেয়ে আরাবী চৌধুরী, দ্বিতীয়টি হচ্ছে ব্যবসা। আরাবীর জীবনে ভালোবাসার উপাদান হচ্ছে বাবা আর তার ভালোবাসার মানুষ রাকিব। রাকিব মাহমুদ সত্যানুসন্ধানী একজন সাংবাদিক। যে মনে করে মহান স্বাধীনতার ইতিহাসকে সমৃদ্ধ করাই হচ্ছে এ প্রজন্মের মুক্তিযুদ্ধ। সে তার পত্রিকা ‘৭১-এর যে গল্প বলা হয়নি’ নামে একটি টপিকসের জন্য বিভিন্ন না বলা মুক্তিযুদ্ধের গল্প সংগ্রহ করার জন্য দেশি-বিদেশি বিভিন্ন লোকজনের সঙ্গে যোগাযোগ শুরু করেন। হল্যান্ডের এক সাংবাদিক টমিয়েল মার্সি যিনি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে ছিলেন, তার সঙ্গে নেটে যোগাযোগ হয় রাকিবের। বাংলাদেশে এসে মার্সি রাকিবকে টহঃড়ষফ যরংঃড়ৎু ড়ভ ১৯৭১, ইধহমষধফবংয... নামে একটি ফাইল দেয়, যেখানে এক মাসুদ পাহলভীর কথা বলা হয়েছে, যা নির্দেশ করে জামশেদ মুস্তাফীর দিকে। এমন একটি গল্পেই এগিয়েছে ‘পেজ সিক্সটিন’ শিরোনামের একটি একক নাটকের দৃশ্যপট।

মেজবাহ উদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আরিফ এ আহনাফ। এতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, আফরান নিশো, তারিক আনাম খানসহ অনেকে। আগামীকাল দুপুর ২টা ৩৫ মিনিটে নাটকটি এনটিভিতে প্রচারিত হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close