বিনোদন প্রতিবেদক

  ০৮ আগস্ট, ২০১৮

আজ মঞ্চে বাতিঘরের ‘র‌্যাডক্লিফ লাইন’

মিথ্যা অহমিকা আর ভোগ দখলের জন্য আদিম যুগ থেকে শুরু করে এখন পর্যন্ত জাতিতে জাতিতে পারস্পরিক দ্বন্দ্ব চলে আসছে। এই মিথ্যা অহমিকায় সৃষ্ট সিস্টেমের জাঁতাকলে পিষ্ট হচ্ছে মানবতা আর বলির পাঁঠা হচ্ছে মানুষ নিজেই। ‘র‌্যাডক্লিফ লাইন’ নাটকটি যেন সিস্টেমের খাঁচায় বন্দি মানুষের ভেতরের মানবিকতাকে একটা বড় ঝাঁকি মেরেছে এবং স্পর্শ করেছে হৃদয়কে। ‘র‌্যাডক্লিফ লাইন’ বাতিঘরের অষ্টম প্রযোজনা। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মুক্তনীল। আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে নাটকটির মঞ্চায়ন। নাটকটিতে অভিনয়ে আছেন সাফিন আহমেদ অশ্রু, স্মরণ বিশ্বাস, শিশির সরকার, তাজিম আহমেদ শাওন। আলোক নিয়ন্ত্রণে তানজিল আহমেল। মঞ্চ পরিকল্পনায় খালিদ হাসান রুমি, তাজিম আহমেদ শাওন। সংগীতে জনি সেন রুবেল, সাদ্দাম রহমান এবং শব্দ প্রক্ষেপণে অপূর্ব দে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close