বিনোদন প্রতিবেদক

  ২৮ জুলাই, ২০১৮

দুটি রবীন্দ্রসংগীতের জন্য প্রশংসিত হচ্ছেন ঐশী

‘চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১৭ সালে চ্যাম্পিয়ন ঐশী চ্যাম্পিয়ন হওয়ার বাসু দেব’র সংগীতায়োজনে দুটি রবীন্দ্রসংগীতে কণ্ঠ দিয়েছেন। গান দুটি হচ্ছে ‘তুমি কেমন করে গান করো হে গুণী’ এবং ‘ও যে মানে না মানা’। ঐশীর সুরেলা আর দরদি কণ্ঠে দুটি রবীন্দ্রসংগীতই যারা শুনছেন, তারাই মুগ্ধ হচ্ছেন। দুটি গানে তার অসাধারণ গায়কীর জন্য প্রশংসিত হচ্ছেন প্রতিনিয়ত। যারা গানগুলো শুনছেন, তারাই বলছেন সামিনা চৌধুরী, কুমার বিশ্বজিৎ, রেজওয়ানা চৌধুরী বন্যা এবং মিতালী মুখার্জি একজন সত্যিকারের শিল্পীকেই চ্যাম্পিয়ন হিসেবে রায় দিয়েছেন। শুধু তারাই নন, দর্শকও ঐশীকে সেরা কণ্ঠের সেরা শিল্পী হিসেবে রায় দিয়েছিলেন। যে কারণে বাংলাদেশ পেল এমন অসাধারণ কণ্ঠের একজন সংগীতশিল্পীকে। চ্যাম্পিয়ন হওয়ার পর নিজের কোনো মৌলিক গান এখনো প্রকাশিত হয়নি ঐশীর। প্লে-ব্যাকেও পাওয়া যায়নি তাকে। কিন্তু তাতে তার কোনো দুঃখ বোধ নেই। তার ভাষ্য মতে, সময়তো আর চলে যাচ্ছে না। একটু ধীরে ধীরেই হোক না সবকিছু। কারণ সংগীতে ভালো কিছু করতে হলে তাড়াহুড়ার কিছু নেই। ঐশী সংগীতে তার স্বপ্ন প্রসঙ্গে বলেন, ‘সংগীত নিয়ে আমার স্বপ্ন একটাই, আমি খুব ভালো একজন সংগীতশিল্পী হতে চাই। বিশেষ করে উচ্চাঙ্গসংগীতে এবং মেলোডি ঘরানার আধুনিক গানে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। এ জন্য সবারই সহযোগিতা চাই। চাই সবার দোয়া।’ ‘চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১৭ সালের যুগ্মভাবে চ্যাম্পিয়ন হওয়া ঐশীর কণ্ঠে এই প্রতিযোগিতার বিভিন্নধাপে শ্রোতা-দর্শক শুনতে পেয়েছেন ‘আবার ভালোবাসার সাধ জাগে’, ‘আমার আপনার চেয়ে আপন যে জন’, ‘আমায় এক ফোটা ঘুম ধার দে না’,‘ ‘তুমি নির্মল কর’, ‘তুমি এলে পায়ে পায়ে’,‘ ভুলে গেছে শান্ত’, ‘যেভাবেই বাঁচি বেঁচে তো আছি’ এবং ‘কতোবারো ভেবেছিনু’ গানগুলো। প্রতিটি গানেই ঐশী তার অসাধারণ কণ্ঠের কাজ দেখিয়ে মুগ্ধ করেছেন দর্শক শ্রোতাসহ বিচারকদের। আর তাই তিনিই হয়েছিলেন চ্যাম্পিয়ন একজন। এদিকে গানে ঐশীর হাতেখড়ি নেত্রকোনার মোহনগঞ্জে তার খালা আবিদুন্নাহার আবিদার কাছে। এরপর তিনি ওস্তাদ গৌরাঙ্গ চন্দ্র বনিক, ওস্তাদ দেবদাস চৌধুরীর কাছে তালিম নেন। বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শাস্ত্রীয় সংগীতে অনার্সে পড়ার পাশাপাশি আচার্য্য রেজওয়ান আলী লাভলুর কাছে উচ্চাঙ্গসংগীতে তালিম নিচ্ছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist