বিনোদন প্রতিবেদক

  ২৮ জুলাই, ২০১৮

ঈদে মুক্তি পাচ্ছে সায়মন-মাহির ‘জান্নাত’

ঢাকাই চলচ্চিত্রের হাল আমলের সবচেয়ে জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। গত বছর ‘ঢাকা অ্যাটাক’ ছবি দিয়ে বেশ আলোচনায় ছিলেন তিনি। কিন্তু এ বছরটা এখনো কোনো ছবি মুক্তি পায়নি তার। কথা ছিল ‘জান্নাত’ দিয়ে সেই শূূন্যতাটা পূরণ করবেন মাহি। সেই মতো ২৭ জুলাই মাহি অভিনীত ‘জান্নাত’ মুক্তি দেওয়ার দিন ঠিক করেছিলেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। কিন্তু তা আর হয়নি। এখানে বাদ সাধলেন শাকিব খান। কেননা, গতকাল ২৭ জুলাই শুক্রবার মুক্তি পেয়েছে শাকিব অভিনীত কলকাতার ছবি ‘ভাইজান এলো রে’। যার কারণে শেষ মুহূর্তে এসে পিছিয়ে পড়ে ‘জান্নাত’ ছবির মুক্তির তারিখ। ২৭ জুলাইয়ের পরিবর্তে এবার কোরবানির ঈদে মুক্তি পাবে ছবিটিÑজানান পরিচালক মানিক। তিনি বলেন, ‘জান্নাত’-এর অফিসিয়াল কাজ অনেক আগেই শেষ হয়েছে। আমরা আশা করেছিলাম ২৭ জুলাই শুক্রবার মুক্তি দেব। কিন্তু এদিন শাকিব খানের ছবি মুক্তি পাচ্ছে। তাই ২৭ জুলাই ‘জান্নাত’ মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এতে দুটি ছবিই লাভবান হবে বলে আমার বিশ্বাস। ঈদে পুরোটা সময়ে ছুটি ও উৎসব ভাব থাকে। সে সময়ই মুক্তি দিতে চাই ছবিটি। তখন প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সমস্যা হবে না।’

সুদীপ্ত সাইদের কাহিনি এবং আসাদ খানের লেখা চিত্রনাট্যে ‘জান্নাত’ ছবিটি নির্মাণ করেছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। এই ছবিতে মাহিকে দেখা যাবে নাম ভূমিকায়। তিনি একটি মাজারের খাদেম বাবার মেয়ে। এই খাদেম বাবার চরিত্রে রয়েছেন অভিনেতা আলীরাজ। ক্যারিয়ারে প্রথমবারের মতো এমন চরিত্রে অভিনয় করছেন আলীরাজ। ‘জান্নাত’ ছবিতে মাহিয়া মাহির নায়ক সায়মন সাদিক। তার চরিত্রটির নাম ইফতেখার। তিনি আবার মাজারের খাদেম বাবার মুরিদ। ছবিতে সায়মনের ভূমিকা ইসলাম নামধারী সন্ত্রাসবাদের বিরুদ্ধে। চরিত্রটি সম্পর্কে অনেক আগে সায়মন বলেছিলেন, ‘এ ধরনের চরিত্রে আগে কখনো অভিনয় করিনি। এমনকি এমন গল্পে কখনো ছবি নির্মিত হয়নি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist