বিনোদন প্রতিবেদক

  ২১ জুলাই, ২০১৮

‘জ্যাম’র জন্য ঢাকায় ঋতুপর্ণা

প্রয়াত নায়ক মান্না ও তার স্ত্রী শেলী মান্নার সঙ্গে দুই বাংলার জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণার সম্পর্ক পারিবারিক। যে কারণে যতবারই ঋতুপর্ণা ঢাকায় এসেছেন, ততবারই তিনি মান্নার স্ত্রী শেলী মান্নার সঙ্গে দেখা করেছেন। মান্নার প্রযোজনা সংস্থা ‘কৃতাঞ্জলি চলচ্চিত্র’ থেকে আবার চলচ্চিত্র নির্মিত হতে যাচ্ছে আগামী অক্টোবর থেকে। ২৩ জুলাই বেলা সাড়ে ১১টায় ঢাকা ক্লাবে চলচ্চিত্রের শুটিং শুরুর আগে শুভ মহরতের আয়োজন করা হয়েছে। মহরতে যোগ দিতেই আগামীকাল সকালে ঢাকায় আসছেন ঋতুপর্ণা।

বিষয়টি নিশ্চিত করে ঋতুপর্ণা বলেন, মান্না ভাইয়ের সঙ্গে আমার সম্পর্কটা পারিবারিক। তার সঙ্গে চলচ্চিত্রে অভিনয় করতে গিয়েই এ সম্পর্কের সৃষ্টি। মান্না ভাই চলে গেছেন। কিন্তু শেলী ভাবীর সঙ্গে আমার যোগাযোগ ঠিকই রয়ে গেছে। তিনি অনেক ভালো মনের মানুষ। মান্না ভাইয়ের প্রযোজনা সংস্থার নতুন চলচ্চিত্র ‘জ্যাম’-এর কাজ করার ব্যাপারে ভাবীর সঙ্গে কথা হয়েছে। এই চলচ্চিত্রে কাজ করার সমূহ সম্ভাবনা রয়েছে। আগে এসে মহরতে অংশ গ্রহণ করি। তারপর বাকিটা দেখা যাবে।

এদিকে ‘জ্যাম’ চলচ্চিত্র নির্মাণ করবেন মেধাবী নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল। এর মূল ভাবনা প্রয়াত আহমেদ জামান চৌধুরী। কাহিনি বিন্যাস করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল ও শেলী মান্না। চিত্রনাট্য ও সংলাপ রচনা করছেন পান্থ শাহরিয়ার।

নঈম ইমতিয়াজ নেয়ামুল বলেন, আশা করছি আগামী অক্টোবরে জ্যামের কাজ শুরু করতে পারব। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। এই চলচ্চিত্রে ঋতুপর্ণাকে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে। তবে তিনি এই চলচ্চিত্রের মূল নায়িকা নন। কিন্তু ঋতুপর্ণার চরিত্রটি জ্যামের গুরুত্বপূর্ণ অংশ অবশ্যই। আশা করছি আমাদের সঙ্গে ঋতুপর্ণার কাজ অনেক ভালোভাবেই হবে। আগামীকাল ও পরশু দুই দিন ঢাকায় থেকে ২৪ জুলাই কলকাতা ফিরে যাবেন ঋতুপর্ণা।

সর্বশেষ গত পহেলা বৈশাখে বাংলাদেশে ঋতুপর্ণা অভিনীত সিনেমা মুক্তি পায়। নায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রে তিনি অভিনয় করেছিলেন। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন আলমগীর, আরিফিন শুভ, সাদেক বাচ্চু, সাবেরী আলমসহ অনেকে। সিনেমাটি মুক্তির সময় ঢাকায় এসেছিলেন তিনি টানা কয়েকদিনের প্রচারণায়।

প্রসঙ্গত, মান্না ও ঋতুপর্ণা অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘জুম্মন কসাই’, ‘রণাঙ্গন’, ‘কিলার’ ইত্যাদি। মান্নার সঙ্গে প্রতিটি চলচ্চিত্রই ছিল ব্যবসাসফল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist