বিনোদন প্রতিবেদক

  ২০ জুলাই, ২০১৮

পার্সোনালিটি অ্যাওয়ার্ডে ভূষিত হচ্ছেন রুনা লায়লা

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী রুনা লায়লা। গোটা সংগীত জীবনে তিনি পেয়েছেন অনেক পুরস্কার ও সম্মননা। এবার এ বরেণ্য শিল্পীকে ‘পার্সোনালিটি অ্যাওয়ার্ড’-এ ভূষিত হতে যাচ্ছেন। আজ সন্ধ্যা ৬টায় রাজধানীর সোনারগাঁও হোটেলে রুনা লায়লার হাতে এই ‘পার্সোনালিটি অ্যাওয়ার্ড’ তুলে দেওয়া হবে।

১৯৯৬ সাল থেকে ‘সাঁকো টেলিফিল্ম’ সংস্কৃতি অঙ্গনের বিশেষ ব্যক্তিত্বদের নিয়মিত এ পুরস্কার দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এবার সমাজ, সংস্কৃতি এবং সংগীতাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রুনা লায়লার হাতে তুলে দেওয়া হবে ‘সাঁকো টেলিফিল্ম পার্সোনালিটি অ্যাওয়ার্ড’। বিষয়টি নিশ্চিত করেছেন সাঁকো টেলিফিল্মের পরিচালক নাজমুল খান।

‘পার্সোনালিটি অ্যাওয়ার্ড’ পাওয়া প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘যেকোনো অ্যাওয়ার্ডই তো আসলে কাজের স্বীকৃতি। নিশ্চয়ই ভালো লাগছে এই অ্যাওয়ার্ড প্রাপ্তির সংবাদে। এ ধরনের স্বীকৃতি দায়িত্ববোধ আরো বাড়িয়ে দেয়। যারা আমাকে এমন সম্মাননায় ভূষিত করতে যাচ্ছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ। তবে আরো ভালোলাগার বিষয় হচ্ছে যে এখানে আমিই শুধু একা পার্সোনালিটি অ্যাওয়ার্ড পাচ্ছি না। আমার সঙ্গে আমাদের সংস্কৃৃতি অঙ্গনে আরো চারজন ব্যক্তিত্ব পাবেন। তাদের সঙ্গে একই মঞ্চে এই পার্সোনালিটি অ্যাওয়ার্ড পাওয়া আমার জন্য নিঃসন্দেহে অনেক ভালোলাগার।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রলায়লয়ের প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা এমপি, বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ কমিউনিকেশনস স্যাটেলাইট কোম্পানির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিটিভির সাবেক অনুষ্ঠান অধ্যক্ষ আলাউদ্দিন আহমেদ। উল্লেখ্য, রুনা লায়লা সর্বশেষ গত মার্চ মাসে দৈনিক আমাদের সময় থেকে ‘আজীবন সম্মাননা’ লাভ করেন। নায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রে রুনা লায়লা প্রথম কোনো গানের সুর করেন। গাজী মাজহারুল আনোয়ারের লেখা এবং রুনা লায়লার সুরে ‘গল্প কথার ঐ কল্পলোকে জানি’ গানে কণ্ঠ দিয়েছিলেন আখি আলমগীর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist