বিনোদন প্রতিবেদক

  ১৯ জুলাই, ২০১৮

আজ প্রকাশ হচ্ছে ধ্রুবর ‘তোমার ইচ্ছে হলে’

এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ধ্রুব গুহ তার নতুন গান ‘তোমার ইচ্ছে হলে’ নিয়ে শ্রোতা দর্শকের সামনে আসছেন আজ সন্ধ্যা ৭টায়। ‘ধ্রুব মিউজিক স্টেশন’-এর ইউটিউব চ্যানেলে ধ্রুবর নতুন গানটি আজ অবমুক্ত করা হবে বলে নিশ্চিত করেছেন ধ্রুব গুহ নিজেই। ‘তোমার ইচ্ছে হলে’ গানের কথা লিখেছেন আহমেদ রিজভী এবং সুর সংগীতায়োজন করেছেন তরিক আল ইসলাম।

নতুন গানটি প্রসঙ্গে ধ্রুব গুহ বলেন, ‘আমি বিশ্বাস করি আমার অন্যান্য গানের মতো এই গানটিও শ্রোতারা ভালোভাবেই গ্রহণ করবেন। কারণ এ গানের কথা, সুর সংগীত এবং গানের সঙ্গে সংগতিপূর্ণ গল্প নিয়ে মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। মূল কথা একটি গানকে যতভাবে সুন্দর ও শ্রোতা-দর্শকের মনের ভেতরটা স্পর্শ করার জন্য, যতটা ভালো করা যায়, তাই করার চেষ্টা করা হয়েছে তোমার ইচ্ছে হলে গানটিতে। যে কারণে গানের প্রতিটি শাখারই উপস্থিতি পাবেন শ্রোতা-দর্শক। তাই অন্যান্য গানের মতোই এ গানটি নিয়েও আমি আশাবাদী।’ ধ্রুব গুহর এবারের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন কলকাতার অরিত্র কর্মকার। তার গানে মডেল হয়েছেন বাংলা ও হিন্দি সিনেমার পরিচিত মুখ মোনালিসা। আরো আছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য্য, রেমো কে, শাশ্বতী মজুমদার ও সুজিত বিশ্বাস। তাড়াহুড়া পছন্দ নয় বিধায় এক বছর বিরতির পর নতুন গান নিয়ে ধ্রুব গুহ আজ আসছেন দর্শক শ্রোতাদের মধ্যে। অবশ্য বেশ কয়েকদিন ধরে নতুন এ গানের জন্য অভিনন্দন ও শুভেচ্ছায় আপ্লুত হন তিনি। কারণ নতুন গানটির আংশিক প্রকাশিত হয়েছে। আর তাতেই যেন সবার মধ্যে গানটি নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে। সেই আগ্রহেরই অপেক্ষার শেষ হচ্ছে আজ। ‘ধ্রুব মিউজিক স্টেশন’-এর ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে। ধ্রুব গুহ প্রতিনিয়ত বাংলা গানকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছেন। যে কারণে বিভিন্ন শিল্পীকে দিয়েও তিনি সময়োপযোগী গানও তৈরি করছেন, তার প্রযোজনা সংস্থা ‘ধ্রুব মিউজিক স্টেশন’ থেকে। শিল্পীরাও বেশ আগ্রহ নিয়ে এ প্রযোজনা সংস্থার ব্যানারে কাজ করছেন আনায়াসে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist