বিনোদন প্রতিবেদক

  ১৮ জুলাই, ২০১৮

জন্মদিনে ঊর্মিলা...

ঊর্মিলার বাবা প্রয়াত হয়েছেন এক বছরেরও বেশি সময় হলো। তাই বাবাকে ছাড়া জন্মদিনে কিছু করতে ভালো লাগে না তার। কিন্তু তার পরও বন্ধু-বান্ধব, পরিবারের সদস্যদের ইচ্ছেতে তাকে ঘিরে আয়োজিত জন্মদিনের বিশেষ বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হয়। জন্মদিনের শুরুর প্রহরেই তারই বন্ধু অভিনেতা আনন্দ খালেদের আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হয়েছে ঊর্মিলাকে। আজ জন্মদিনে সকাল ১০টা ৪০ মিনিটে আরটিভির ‘তারকালাপ’-এ অংশ নেবেন তিনি। দুপুর ১২টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে অনন্যা রুমা প্রযোজিত ‘তারকাকথন’ অনুষ্ঠানেও অংশ নেবেন। এরপর বাকিটা সময় মায়ের সঙ্গেই কাটাবেন বলে জানান তিনি। তবে আগামীকাল তিনি তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে যাবেন বাবার স্মৃতিস্তম্ভের কাছে।

ঊর্মিলা বলেন, ‘দেখতে দেখতে বাবাকে ছাড়া দুটো জন্মদিন পেরিয়ে যাচ্ছে। বাবাই ছিলেন আমার জন্মদিনের কেন্দ্রবিন্দু। বাবা নেই, সব কেমন যেন শূন্য লাগে। খুব একা একা মনে হয় মাঝে মাঝে। ভীষণ মিস করি বাবাকে। জন্মদিন এলেই মনটাও ভীষণ খারাপ হয়ে যায়। তার পরও সবার কাছে আশীর্বাদ কামনা করি যেন ভালোভাবে কেটে যায় দিনটা।’

এদিকে ঊর্মিলা শ্রাবন্তী কর গত তিন-চার দিন এজাজ মুন্নার রচনা ও নির্দেশনায় আগামী ঈদে এনটিভিতে প্রচারের জন্য একটি ঈদ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। এ ছাড়া তিনি আগামী ঈদের জন্য বি ইউ শুভ, সীমান্ত সজল, অনন্য ইমন এবং সাইফুলের ঈদ নাটকের কাজ শেষ করেছেন।

এসব কাজের বিষয়ে ঊর্মিলা বলেন, ‘অনেক স্ক্রিপ্টই আসছে প্রতিনিয়ত। চেষ্টা করছি ভালো ভালো গল্পের নাটকগুলোতে কাজ করার। বিশেষ করে আমার চরিত্রের প্রতি আমি মনোযোগ দিচ্ছি। নিজেকে ভাঙা যায় এমন চরিত্রগুলোই করার চেষ্টা করছি। আশা করছি আগামী ঈদে আমাকে আরো ভালো কিছু কাজে দেখতে পাবেন দর্শক।’

আপাতত ঈদের নাটক-টেলিফিল্মের কাজ নিয়ে ঊর্মিলা ব্যস্ত থাকলেও তার অভিনীত বেশ কয়েকটি ধারাবাহিক নাটক বিভিন্ন চ্যানেলে নিয়মিত প্রচার হচ্ছে। যেমন : ‘সোনার শেকল’, ‘কাগজের ফুল’, ‘প্রেমনগর’, ‘করপোরেট’ ইত্যাদি। আগামী ঈদের পর আবার এসব ধারাবাহিক নাটকের কাজ শুরু করবেন তিনি নতুন করে শিডিউল দিয়ে।

ছবি : মোহসীন আহমেদ কাওছার

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist