বিনোদন প্রতিবেদক

  ১৪ জুলাই, ২০১৮

আবদুল্লাহ আল মামুন স্মরণে ‘কোকিলা’

গতকাল ছিলো বিশিষ্ট নাট্যকার, পরিচালক ও অভিনেতা আবদুল্লাহ আল মামুনের ৭৬তম জন্মবার্ষিকী। তার স্মরণে এনটিভিতে আজ প্রচারিত হবে একক নাটক ‘কোকিলা’। তার বিখ্যাত মঞ্চ নাটক ‘কোকিলারা’র অনুপ্রেরণায় নাটকটির টিভি নাট্যরূপ দিয়েছেন দিবা নার্গিস ও তারিক মুহাম্মদ হাসান।

নাটকটির গল্পে দেখা যাবে, মফস্বল থেকে কোকিলা ঢাকায় এসেছে ভাই ভাবির বাসায়। উদ্দেশ্য মেডিকেলে ভর্তি পরীক্ষা। এর মধ্যে পরিচয় হয়ে যায় ভাবির খালাতো ভাই শোভনের সঙ্গে। ভাই, ভাবি অফিসে ও ভাইয়ের একমাত্র মেয়ে গোলাপ স্কুলে থাকার কারনে কোকিলা প্রায়ই বাসায় একা থাকত। শোভন তার বোনের বাসায় আসতেই পারে। কিছু বলতেও পারে না ভাই ভাবিকে। ধীরে ধীরে শোভন ভালোবাসতে শুরু করে কোকিলাকে। কোকিলাও শোভনের ভালোবাসায় আবদ্ধ হয়ে পড়ে। শোভন কোকিলাকে কথা দেয় যে সে কোকিলাকে বিয়ে করবে। একদিন ওরা ধরা পড়ে যায় ভাই ভাবির কাছে। কোকিলার জীবন থেকে হঠাৎ হারিয়ে যায় শোভন। এমন গল্পে এগিয়েছে নাটকটির দৃশ্যপট। তারিক মুহাম্মদ হাসানের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন শখ, নিলয়, শামস সুমন, দিবা নার্গিস, কথা প্রমুখ। নাটকটি আজ রাত ৯টা ৫মিনিটে এনটিভিতে প্রচারিত হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist