বিনোদন প্রতিবেদক

  ২৫ জুন, ২০১৮

কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

আজ থেকে কলকাতার নন্দনে শুরু হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০১৮। এদিন থেকে বাংলাদেশের আট চলচ্চিত্র নিয়ে ফেডারেশন অব ফিল্ম সোসাইটির উদ্যোগে এ উৎসব চলবে ২৮ জুন পর্যন্ত। দেখানো হবে এ সময়ের বাংলাদেশি সিনেমা ‘কালের পুতুল’, ‘অজ্ঞাতনামা’, ‘খাঁচা’, ‘ড্রেসিং টেবিল’, ‘কৃষ্ণপক্ষ’, ‘টুবি কন্টিনিউড’, ‘আলতাবানু’ ও ‘ভয়ঙ্কর সুন্দর’। আজ উৎসবের উদ্বোধনে দেখানো হবে ‘কালের পুতুল’। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পশ্চিম বাংলা রাজ্য সরকারের মন্ত্রী ব্রাত্য বসু, অভিনেত্রী মাধবী মুখার্জি, প্রযোজক ফরিদুর রেজা সাগর। তরুণ নির্মাতা আবু শাহেদ ইমন ও নন্দনের প্রধান নির্বাহী মহুয়া ব্যানার্জী উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসেবে। এ বিষয়ে ফেডারেশন অব ফিল্ম সোসাইটির কাউন্সিল মেম্বার প্রেমেন্দ্র মজুমদার বলেন, ফেডারেশন অব ফিল্ম সোসাইটি ইন্ডিয়ার পূর্বাঞ্চল ২০১১ সালে প্রথম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের আয়োজন করে। প্রতি বছরই নন্দনে এই আয়োজন হয়। ২০১৭ সাল থেকে পুরো ভারতের ২০টি শহরে দেখানো হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র। এবারও ভারতের বিভিন্ন শহরে বাংলাদেশের চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। তিনি আরো বলেন, চলতি বছর উৎসবের জন্য বাংলাদেশের চলচ্চিত্র বাছাইয়ে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিকে সহযোগিতা করেছেন নির্মাতা আবু শাহেদ ইমন। বাংলাদেশের চলচ্চিত্রের ব্যাপারে ভারতের দর্শকের আগ্রহ বাড়ছে জানিয়ে প্রেমেন্দ্র মজুমদার বলেন, ভারতের দর্শক, বিশেষ করে কলকাতার দর্শকরা বাংলাদেশের সিনেমা নিয়ে খুবই আগ্রহী। প্রসঙ্গত, এই উৎসবে আজ থেকে প্রতিদিন বিকেল ৪টা ও ৬টায় চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist