বিনোদন ডেস্ক

  ২৪ জুন, ২০১৮

মঞ্চনাটকে জ্যাকসন

পপসম্রাট মাইকেল জ্যাকসন। মৃত্যুর এত বছর পরও তার গানের ভক্তের সংখ্যা এখনো কমেনি। কমেনি তার সেই জনপ্রিয়তাও। এ ছাড়া নানাভাবে এখনো আলোচিত এই মহান শিল্পী। এবার তার জীবন অবলম্বনে সংগীতনির্ভর একটি মঞ্চনাটক তৈরি হতে যাচ্ছে। ব্রডওয়েতে এর উদ্বোধনী প্রদর্শনী হবে ২০২০ সালে। সম্প্রতি তার সম্পত্তির ব্যবস্থাপক দল ও প্রযোজনা প্রতিষ্ঠান কলাম্বিয়া লাইভ স্টেজ এ তথ্য জানিয়েছে। নাম চূড়ান্ত না হওয়া মঞ্চনাটকটির গল্প লিখছেন দুইবারের পুলিৎজার পুরস্কারজয়ী লিন নটেজ। এতে থাকবে ‘থ্রিলার’ ‘বিট ইট’, ‘স্মুথ ক্রিমিনাল’-এর মতো জ্যাকসনের দুনিয়া কাঁপানো গানগুলো। তবে কোনো থিয়েটার নাটকটি মঞ্চায়ন করবে তা

জানানো হয়নি।

জ্যাকসনের মিউজিক ভিডিও ও কনসার্টের চেনা কিছু নাচের মুদ্রা থাকবে এই নাটকে। এর নির্দেশনা দেবেন ক্রিস্টোফার হুইলডন। কোরিওগ্রাফারও তিনিই। ২০১৫ সালে ‘অ্যান আমেরিকান ইন প্যারিস’ মঞ্চনাটকের জন্য সেরা কোরিওগ্রাফি বিভাগে টনি পুরস্কার জেতেন ৪৫ বছর বয়সী এই ব্রিটিশ শিল্পী। এর আগে কানাডিয়ান বিনোদন প্রতিষ্ঠান চার্ক দ্যু সোলেই মঞ্চে এনেছিল ‘মাইকেল জ্যাকসন ওয়ান’ নামের একটি লাইভ ট্রিবিউট শো। ২০১৩ সাল থেকে এখনো যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে নিয়মিত বিরতিতে এর প্রদর্শনী হচ্ছে। এ ছাড়া ২০০৯ সালে লন্ডনের ওয়েস্ট এন্ডের মাধ্যমে মঞ্চে এসেছিল মঞ্চ প্রযোজনা ‘থ্রিলার লাইভ’।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist