বিনোদন প্রতিবেদক

  ২৩ জুন, ২০১৮

ইরানে ছবির কাজে ব্যস্ত অনন্ত-বর্ষা

বাংলাদেশের আলোচিত চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। ব্যক্তিগত জীবনে একজন সফল ব্যবসায়ী। বর্তমানে ধর্ম-কর্ম নিয়েও চলছে তার এক ধরনের ব্যস্ততা। সময় লাগিয়েছেন তাবলিগ জামাতেও। ঘোষণা দিয়েছিলেন, ইসলাম ধর্মের নানা দিক নিয়ে ছবি নির্মাণ করবেন অনন্ত। ছবির নাম হবে ‘দ্বীন-দ্য ডে’। কথামাফিক সেই ছবির কাজেই ইরানে গেছেন নায়ক ও প্রযোজক অনন্ত জলিল। সঙ্গে রয়েছেন তার স্ত্রী চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। ছবি নির্মাণের ব্যাপারে ইরানের ফারাবি সিনেমা ফাউন্ডেশনের পরিচালক আলীরেজা তাবেশের সঙ্গে আলোচনা করেছেন। তেহরানে ফাউন্ডেশনটির কার্যালয়ে গত সোমবার এই আলোচনা হয়।

অনন্তের সঙ্গে সাক্ষাতের ব্যাপারে তেহরান টাইমসকে আলীরেজা তাবেশ জানিয়েছেন, ‘যৌথ প্রযোজনা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। অনন্ত জলিল নিজের ভাবনা ও পরিকল্পনাগুলো আমাদের জানিয়েছেন। তার এই ভাবনা ও পরিকল্পনা একেবারেই সময়োপযোগী। আমরা মনে করি, ইসলাম নিয়ে এমন একটি ছবি নির্মাণ হওয়া খুবই জরুরি।’

তাবেশ ইরান ও বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি নির্মাণের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। এ ব্যাপারে তাবেশ ও অনন্তের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। তবে তাবেশ মনে করেন, যে ছবিটি তৈরি হবে তার শক্তিশালী কাহিনি এবং চিত্রনাট্য তৈরি হতে হবে, যা দুই পক্ষেরই পছন্দ হবে। এ প্রসঙ্গে অনন্ত জলিল বলেছেন, ‘আমি আমার ভাবনা ও পরিকল্পনা সম্পর্কে তাদের বলেছি। সব শুনে তারাও আগ্রহ প্রকাশ করেছেন। সিরিয়া, ইয়েমেনসহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের ওপর যে অত্যাচার ও নির্যাতন চালানো হচ্ছে, সেই বিষয়গুলোই ছবিতে তুলে ধরা হবে।’ ‘দ্বীন-দ্য ডে’ ছবিতে নিজেই অভিনয় করবেন অনন্ত জলিল। থাকবেন তার স্ত্রী বর্ষাও। ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখছেন বাংলাদেশের নামকরা চলচ্চিত্রকার ছটকু আহমেদ। তবে ছবির পুরো শুটিং ইরানে হবে বলে জানিয়েছেন ফারাবি সিনেমা ফাউন্ডেশনের পরিচালক আলীরেজা তাবেশ। ছবির চিত্রনাট্য ও গল্প অনুযায়ী সে দেশের সুন্দর ও নয়নাভিরাম স্থানগুলো খুবই প্রয়োজন বলে তিনি মনে করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist