বিনোদন প্রতিবেদক

  ২২ জুন, ২০১৮

প্রেক্ষাগৃহে ডিজিটাল প্রজেকশন মেশিন দেবে লাইভ টেকনোলজিস

বাংলাদেশের নতুন কোম্পানি লাইভ এসকে টেকনোলজিস সাধারণ প্রযোজকের কথা চিন্তা করে সিনেমা হলে স্থাপন করতে যাচ্ছে ডিজিটাল সিনেমা প্রজেকশন সিস্টেম। প্রতিষ্ঠানটি বাংলাদেশের সব সিনেমা হলে বিনামূল্যে সর্বাধুনিক প্রজেক্টর, সাউন্ড ও সার্ভার মেশিন বিতরণ শুরু করেছে। প্রথমে সার্ভার সিস্টেম বিতরণের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে শর্তসাপেক্ষ দ্রুত সময়ের মধ্যে প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরণ করা হবে। লাইভ এসকে টেকনোলজিসের ডিরেক্টর ইয়াসির আরাফাত বলেন, ‘আমরা বাংলাদেশে চলচ্চিত্র ব্যবসার উন্নয়নের জন্য এ উদ্যোগ নিয়েছি। একটি সুপার হিট সিনেমার জন্য একজন প্রযোজককে গুনতে হয় ২৫ থেকে ৩০ লাখ টাকা। শুধু তাই নয়, প্রদর্শন মেশিনের ভাড়ার জন্য অনেক হলমালিক ছবি চালাতে পারেন না। এতে দিনে দিনে হলের সংখ্যাও কমে যাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘সাধারণ প্রযোজক ও হলমালিকদের কথা ভেবেই আমরা এ উদ্যোগ নিয়েছি। আর ছবি প্রদর্শনের ক্ষেত্রে সিনেমা হলমালিক ও প্রযোজকের মতামতই হবে একমাত্র সিদ্ধান্ত।’

লাইভ এসকে টেকনোলজিসের ক্রিয়েটিভ ডিরেক্টর তামজিদ-উল-আলম অতুল বলেন, ‘চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকের সঙ্গে আলোচনা করেই আমরা এ উদ্যোগ নিয়েছি। শ্রদ্ধেয় মিয়া ভাইয়ের (চিত্রনায়ক ফারুক) সঙ্গে আলোচনা করেছি। এ ছাড়া হলমালিক সমিতি, প্রদর্শক, বুকিং এজেন্ট সমিতি, বিশিষ্ট প্রযোজকদের সঙ্গে আলোচনা করেছি। লাইভ এসকে টেকনোলজিসের সার্ভার থেকে কোনোভাবে মুভি পাইরেসি করা সম্ভব নয়। সবার সহযোগিতা পেলে আমরা আরো নতুন কিছু করার চিন্তা করছি। তার মধ্যে আছে ই-টিকিটিং, হলের পর্দা পরিবর্তন ও মহিলাদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা করা।’

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরো জানানো হয়, বাংলাদেশের চলচ্চিত্রের জন্য প্রযোজককে এককালীন মাস্টারিং চার্জ ৫০ হাজার টাকা। আমদানি, যৌথ প্রযোজনা ও বিদেশি ছবির জন্য এককালীন মাস্টারিং চার্জ দুই লাখ টাকা দিতে হবে। পুরনো বাংলাদেশি ছবির জন্য কোনো মাস্টারিং চার্জ লাগবে না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist