বিনোদন প্রতিবেদক

  ১৪ জুন, ২০১৮

বিশ্বকাপ নিয়ে নাটক ‘ভিলেজ কাপ’

করম আলী সরদারের ১১ ছেলেকে নিয়ে মূল গল্প ভিলেজ কাপ। একটি রহস্যময় জেদের কারণে তিনটি বিয়ের মাধ্যমে এই ১১ ছেলের জনক হয়ে ওঠা। কিন্তু ১১ ছেলের ফুটবল খেলার দিকে কোনো মন নেই। বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে তাদের। আর্জেন্টিনা সমর্থিত করমের সাফ কথা ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার আগে কোনো বিয়ে নয়। এদিকে ব্রাজিল সমর্থিত বর্তমান চেয়ারম্যান রেফারিকে নিয়ে নিলনকশা করে। তা জেনে ফেলে তার দুই মেয়ে নিশি ও রেশমা। মেয়েরা আর্জেন্টিনার সমর্থক। তারাও করমের দলকে জেতাতে বাবার বিপক্ষে রেফারিকে নিয়ে নতুন নকশা তৈরি করে। ফাইনালে জানা যাবে আর্জেন্টিনা নাকি ব্রাজিল জয় লাভ করবে। এমন একটি গল্প নিয়েই এগিয়েছে ‘ভিলেজ কাপ’ শিরোনামের একটি একক নাটকের গল্প। মুস্তাফিজুর রহমানের মূল গল্পে নাটকটি রচনা করেছেন তাহারিমা আমিন হাসি। পরিচালনা করেছেন ইফতেখার শুভ। নাটকটিতে অভিনয় করেছেন ফারুখ আহম্মেদ, জোভান, বড়দা মিঠু, তারিক স্বপন, জামিল হোসেন, জাহারা মিতু, তাসনুভা এলভিনসহ অনেকে। নাটকটি নিয়ে নির্মাতা জানান, নাটকের গল্পটির মূল মেসেজ হলো একজন করম আলী যদি ২০-২৫ বছরের একাগ্র সাধনায় ১১ ছেলের মাধ্যমে তার লক্ষ্যের দিকে পৌঁছাতে পারে, তাহলে বাংলাদেশও দীর্ঘমেয়াদি পরিকল্পনায় বিশ্ব ফুটবলে উজ্জ্বল হতে পারবে। আশা রাখি নাটকটি দর্শকদের ভালো লাগবে। ‘ভিলেজ কাপ’ নাটকটি ঈদের তৃতীয় দিন রাত ১১টায় দীপ্ত টিভিতে প্রচারিত হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist