বিনোদন প্রতিবেদক

  ১২ জুন, ২০১৮

ঈদে শারমিন আঁখির ব্যস্ততা

তরুণ প্রজন্মের অভিনয়শিল্পী শারমিন আঁখি। অভিনয়ের শুরুটা হয়েছিল থিয়েটারের মাধ্যমে ২০১০সালে। মহড়া কক্ষে চরিত্রের বিশ্লেষণ নিয়ে চর্চা করতে গিয়ে অভিনয়ের প্রতি প্রেমের শুরুটা হয়েছিল তার। আর ২০১১ সালে দেবাশীষ বড়–য়া দ্বীপের দুটি ধারাবাহিকে কাজ করে পর্দায় অভিনয়ে আসেন তিনি। চট্টগ্রামে বেড়ে ওঠা মেয়েটি ঢাকাবাসী হয়েছেন শুধু নাটকের টানেই। ওই বছরই অভিনয় করেন নার্গিস আক্তারের নির্দেশনায় একটি টেলিফিল্মে। তারপর থেকেই চলছে জীবনের মেগা ধারাবাহিকের গল্পটা। কিছুদিন আগেই প্রচার শেষ হলো তার অভিনীত মেগা ধারাবাহিক নাটক অপরাজিতার। পাশাপাশি অভিনয় করেছেন সিনেমা, বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, টেলিফিল্মে। প্রায় সব জায়গাতেই রেখেছেন কৃতিত্বের স্পর্শ। বর্তমানে ব্যস্ত রয়েছেন ঈদের নাটক নিয়ে। গতকাল মানিকগঞ্জে শুটিং করছিলেন তিন গুণী নির্মাতাÑগিয়াস উদ্দিন সেলিম, অমিতাভ রেজা ও সালাউদ্দিন লাভলু নির্দেশনায় ‘মন পবনের নাও’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকের।

শারমিন আঁখি এখনকার ব্যস্ততা নিয়ে প্রতিদিনের সংবাদকে বলেন, ঈদ উপলক্ষে বেশ কয়েকটি নাটকের কাজ শেষ করেছি। তবে খুব বেশি কাজ করেছি তাও না। কারণ আমার টার্গেট বড়পর্দা। তবে যে কয়টা কাজ করেছি চেষ্টা করেছি ভালো গল্প, কিংবা গল্পের চরিত্রটির একটা ভিন্ন আঙ্গিক দেওয়ার। আশা রাখি দর্শকদের ভালো লাগবে।

এই অভিনেত্রী এর মধ্যেই শেষ করেছেন ১০ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘গাছে কাঁঠাল গোঁফে তেল’। জুয়েল আহমেদের পরিচালনায় শারমিন আঁখি ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন সজল, জেনী, আবু মনসূর, ইলোরা গহর, সুজাত শিমুল, কাজল সুবর্ণ, স্নিগ্ধা মোমিন, ইসরাত তন্বীসহ অনেকে। নাটকটি ঈদে এটিএন বাংলায় প্রচারিত হবে। আবু সাহেদ ইমনের পরিচালনায় চ্যানেল আইতে প্রচারিত হবে বিশেষ নাটক ‘মুরগি মতিন’। ইয়ামিন ইলানের পরিচালনায় ঈদে ইউটিউবে প্রকাশ হবে ‘আজ বাবার বিয়ে’। এ ছাড়া সম্প্রতি শেষ হয়েছে ‘ওরা থাকে ওধারে’, ‘মধ্যবর্তিনী’ নামের দুটি ধারাবাহিক নাটকের। ‘সেমি কর্পোরেট’ নামের একটি ধারাবাহিকের শুটিং চলছে তা প্রচার হচ্ছে আরটিভিতে।

সিনেমার কাজের বিষয়ে তিনি জানান, শেষ করলাম নোমান রবিনের পরিচালনায় আমার প্রথম চলচ্চিত্রের কাজ। রোহিঙ্গা ইস্যু নিয়ে নির্মিত এ চলচ্চিত্রে আমি রোহিঙ্গা নারীর চরিত্রে অভিনয় করেছি। ইতোমধ্যে ছবিটি কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। এ ছাড়া চ্যানেল আইয়ের ‘ইতি তোমারি ঢাকা’ প্রকল্পের আওতায় ক্রিশেন্দু চট্টোপাধ্যায়ের পরিচালনায় আরেকটি ছবির কাজ শেষ করেছি।

শারমিন আঁখি আরো জানান, নতুন দুটি ছবির ব্যাপারে কথা হচ্ছে। শিগগিরই জানাব। যদি ভালো গল্প এবং ভালো চরিত্র পাই তাহলে বড় পর্দায় নিয়মিত হতে চাই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist