বিনোদন প্রতিবেদক

  ১১ জুন, ২০১৮

একসঙ্গে বঙ্গ-বিডি ও সিডি-ভিশন

বিশ্বের জনপ্রিয় ডিজিটাল বিনোদনমাধ্যম ইউটিউব! বিনোদনধারী দর্শকরা এখন খুব সহজেই মোবাইল কিংবা কম্পিউটারে বসে ফ্রি-তে উপভোগ করতে পারেন ভিন্নধর্মী সব ভিডিও কনটেন্ট। শুধু তাই নয়, পুরো বিশ্বকে হাতে পাওয়া যাচ্ছে ইউটিউবের মাধমে। বর্তমানে ইউটিউব নিয়ে

মাতামাতি করছে পুরো বিশ্ব, তা থেকে পিছিয়ে নেই বাংলাদেশও।

ডিজিটাল বিনোদনের চাহিদা মেটাতে বঙ্গ-বিডি ও সিডি-ভিশন একসঙ্গে কাজ করে যাচ্ছে। সম্প্রীতি সিডি-ভিশনের দুটি চ্যানেল ১,০০,০০০ লাখ সাবস্ক্রাইবের মাইলফলক স্থাপন করেছেন। সিডি-ভিশন অফিসিয়াল এবং সিডি-ভিশন প্লাস নামে দুটি চ্যানেলই ইতোমধ্যে পেয়েছেন ইউটিউব সিলভার বাটন। সিডি-ভিশন অফিসিয়াল এবং সিডি-ভিশন প্লাস এই দুটি চ্যানেল পরিচালনা করছে বঙ্গ এমসিএন। বাংলাদেশের নেতৃস্থানীয় ইউটিউব নেটওয়ার্ক এবং ডিজিটাল বিনোদন প্রদানকারী বঙ্গ ইতোমধ্যে পাঁচটি সফল বছর পার করেছে। তা ছাড়া গ্রামীণফোন দ্বারা প্রচারিত লাইভ টিভি স্ট্রিমিং অ্যাপ ‘বায়োস্কোপ’-এর জনক বঙ্গ-বিডি ২০১৭ সালে লাভ করেন আইসিটি ন্যাশনাল অ্যাওয়ার্ড। এক কোটিরও অধিক সাবস্ক্রাইব এই নেটওয়ার্কের ১৬৫টির মতো চ্যানেল রয়েছে, যার মধ্যে জাজ মাল্টিমিডিয়া, সালমান দা ব্রাউনফিশ, মাশরাঙ্গা টিভি, ভাই-ব্রাদার্স ও গান ফ্রেন্ডস অন্যতম। পাশাপাশি প্রতিষ্ঠানটি ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি দেখভাল করছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist