এবারের ঈদের ছবি নিয়ে এখনো শঙ্কা কাটেনি। সময় বেশি নেই। এ সময়ের মধ্যেই ঘোষণা আসতে হবে। তবে বিভিন্ন উৎসবে দেশীয় সিনেমা ছাড়া অন্য কোনো সিনেমা মুক্তি দেওয়া যাবে না। হাইকোর্টের এই রুলের পর বদলে গেছে পুরো প্রেক্ষাপট। যে কারণে যৌথ প্রযোজনার সিনেমা ‘ভাইজান এলো রে’ এবং ‘সুলতান’-এর মতো সিনেমা মুক্তির সম্ভাবনা এখন পর্যন্ত অনিশ্চিত বলা যেতে পারে! তবে বিভিন্ন সূত্র থেকে যা জানা গেছে, তাতে অন্তত এইটুকু বলা যায়, আসছে ঈদে চারটি সিনেমা প্রদর্শিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঈদের ছবি নিয়ে লিখেছেন মনসুর হেলাল

  ১০ জুন, ২০১৮

এবারের ঈদের ছবি

পোড়া মন-২

প্রায় সপ্তাহ দু-এক আগে ইন্টারনেটে মুক্তি পায় সাইমন-মাহির জনপ্রিয় সিনেমা পোড়া মনের দ্বিতীয় সিক্যুয়াল পোড়া মন-২-এর ট্রেইলর। ট্রেইলর মুক্তির পর থেকে এখন পর্যন্ত ইতিবাচক আলোচনায় আছে সিয়াম-পূজার পোড়া মন-২। তবে, হলে গিয়ে পকেটের টাকা খরচ করে দর্শক অন্তত ভালো লাগার অনুভূতি ব্যক্ত করবেন-এমনটা আশা করছেন সিনেমার সংশ্লিষ্টরা। ছবির গল্প প্রথমবারের মতো পরী ও সুজন নামের এক প্রেমিকযুগলের ভালোবাসার করুণ পরিণতি দেখা যাবে। ইতোমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘পোড়ামন-২’।

চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া

জনপ্রিয় নায়ক শাকিব খান ও নায়িকা শবনম বুবলির ছবি ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’। ছবিটি অনেক আগেই সেন্সর ছাড়পত্র পেয়েছে। সিনেমায় নায়িকা বুবলি নোয়াখাইল্লা মাইয়ার চরিত্রে অভিনয় করেছেন। আর চিটাগাংইয়া পোয়ার চরিত্রে অভিনয় করেছেন নায়ক শাকিব খান। আঞ্চলিক ভাষার রসালো প্রেমের গল্প সঙ্গে নজর কারা অ্যাকশন সিনেমার গল্প এটি। ছবিটি পরিচালনা করেছেন উত্তম আকাশ।

কমলা রকেট

কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের গল্প অবলম্বনে ‘কমলা রকেট’-এর চিত্রনাট্য করেছেন শাহাদুজ্জামান ও নূর ইমরান মিঠু। পরিচালনা করেছেন নূর ইমরান মিঠু। অভিনয় করেছেন তৌকীর আহমেদ, মোশাররফ করিমের মতো অভিনেতারা। ছবির গল্পে কমলা রকেট মূলত একটি স্টিমারের নাম। গল্পে দেখা যাবে স্টিমারে নিয়মিত সব প্যাসেঞ্জারের সঙ্গে উঠে পড়েছে আতিক নামের অনিয়মিত এক ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার। ব্যবসায়ী আতিক তার নিজের ফ্যাক্টরিতে আগুন লাগিয়েছে ইন্স্যুরেন্স থেকে টাকা পাওয়ার আশায়। আগুনের ঘটনা যখন সর্বত্র তোলপাড়, তখন সে ঢাকা থেকে মোংলায় আত্মগোপন করতে যাচ্ছে। অন্যদিকে মৃত ফ্যাক্টরিকর্মীর আগুনে পোড়া লাশ নিয়ে তার স্বামী মনসুর একই স্টিমারের যাত্রী। কুয়াশায় আটকে যায় স্টিমার এবং চরে বেঁধে রকেটের খাবার সংকট যখন তীব্র, ঠিক ওই মুহূর্তে লাশের মালিক মনসুরের সঙ্গে আতিকের দেখা হয়ে যায়। আতিক তখন আত্মদহনে টলতে থাকে। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে কমলা রকেট নির্মিত হয়েছে।

পাংকু জামাই

এত দিন পর্যন্ত আলোচনায় ছিল শাকিব খান ও বুবলি অভিনীত ‘সুপার হিরো’ ছবিটি। কিন্তু হঠাৎ করেই মুক্তির মিছিল থেকে সরে গেল চলতি বছরের আলোচিত ছবি ‘সুপার হিরো’। ফলে ঈদে মুক্তির মিছিলে যুক্ত হলো শাকিব খান ও অপু বিশ্বাস জুটির ছবি ‘পাংকু জামাই’। বিদেশে শুটিং করার জন্য তথ্য মন্ত্রণালয়ের অনুমতি নেয়নি ‘সুপার হিরো’ ছবির প্রযোজনা সংস্থা। ফলে ছবিটির মুক্তি আটকে দেয় মন্ত্রণালয়। বিষয়টি স্বীকার করে প্রযোজক তাপসী ফারুক তথ্য মন্ত্রণালয়ে ক্ষমা প্রার্থনা করে চিঠি দিয়েছিলেন। তবে এখনো মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জানা যায়নি। অন্যদিকে, দীর্ঘদিন আলোচনায় থাকলেও এবার ঈদে মুক্তির প্রস্তুতি নিচ্ছে শাকিব-অপু জুটির ‘পাংকু জামাই’। গত সোমবার ছবিটি সেন্সরের ছাড়পত্র পেয়েছে। হয়েছে প্রশংসিত। ছবিটি মুক্তি নিয়ে ছবির প্রযোজক মোজাম্মেল সরকার জানান, ‘শাকিব-অপু জুটি দীর্ঘ পর্দায় অনুপস্থিত। সে জন্য দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে ‘পাঙ্কু জামাই’ ঈদের সময় মুক্তি দেওয়ার চিন্তা করা হয়েছে। কারণ সিনেমাটি মুক্তির এটিই ভালো সময় মনে করেছি।’ রোমান্টিক কমেডি গল্পের এই ছবিতে শাকিব খান ও অপু বিশ্বাস ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পুষ্পিতা পপি, এটিএম শামসুজ্জামানসহ অনেকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist