বিনোদন প্রতিবেদক

  ০৪ জুন, ২০১৮

নাঈম-তিশার ‘জেনিফার তুমি রক্তগোলাপ’

জেনিফার একজন অভিনেত্রী। চরিত্র নিয়ে কাজ করতে গিয়ে তিনি নিজেই ঢুকে পড়েন একটি চরিত্রে। হয়ে পড়েন অবসেসড! তার প্রেমিক তাজ সেখান থেকে তাকে নিয়ে আসতে চায় আরেক জগতে। সে সময় সিনেমার একজন এক্সট্রা মেয়ে হারিয়ে যায়। পাওয়া যায় তার মৃতদেহ। জেনিফার তখন অভিনয় করছিল একজন খুনির চরিত্রে। সে অবচেতনভাবেই নিজেকে খুন হয়ে যাওয়া এক্সট্রা মনে করতে থাকে এবং তার বেদনা অনুভব করতে থাকে। মেয়েটির খুনের পেছনে যে ছিল তাকে জেনিফার নিজের গল্পের চরিত্রে অভিনয় করতে বলে। যেখানে সে একটা খুনের দৃশ্য করবে। গল্পের খুনটা জেনিফার সত্যি সত্যি করে বসে। প্রকৃত অর্থে জেনিফার সিনেমার অভিনয়ের ভেতর দিয়ে একজন ধর্ষককে খুন করে এবং বলে ‘একটি অভূতপূর্ব বিক্ষোভের সূচনা করলাম মাত্র!’ এমনই একটি গল্পে এগিয়েছে ‘জেনিফার তুমি রক্তগোলাপ’ শিরোনামের টেলিছবির দৃশ্যপট। মাহমুদ দিদারের গল্প ও নির্দেশনায় টেলিফিল্মটিতে জেনিফা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ও তাজ চরিত্রে রয়েছেন এফ এস নাঈম। টেলিছবিটির চিত্রনাট্য করেছেন মোহাম্মদ আলী ও রায়হান আসাদ।

টেলিফিল্ম প্রসঙ্গে তিশা জানান, ‘আমার চরিত্র জেনিফার যে কিনা একজন মেথড এক্ট্রেস, প্রচ- ডেডিকেটেড একজন অভিনেত্রী। সে ক্যারেক্টার এক্সপ্রেরিমেন্ট করতে গিয়ে একটা ক্যারেক্টারে ঢুকে যায়। আমার প্রেমিক আমাকে একটা অন্যঘোরে নিয়ে আসতে চায়। আশা রাখি দর্শকদের ভালো লাগবে। নাঈম বলেন, আমি তিশার প্রেমিক তাজ। আমি তিশাকে অভিনয়ের ঘোর থেকে বের করে নিয়ে আসতে চাই। জেনিফার তুমি রক্তগোলাপ’ টেলিফিল্মে তিশা নাঈম ছাড়াও অভিনয় করেছেন ইশরাত তন্বি, করবি মিজান, জিসান, আফজাল ও জেরিন। এতে নির্মাতা চরিত্রে অভিনয় করেছেন রুদ্র হক। আসছে ঈদে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে প্রচারিত হবে ‘জেনিফার তুমি রক্তগোলাপ’।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist