বিনোদন প্রতিবেদক

  ২৮ মে, ২০১৮

চলে গেলেন অভিনেতা মহসীন মুনীর

আশির দশকের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সৈয়দ মহসীন মুনীর আর নেই। (ইন্নালিল্লাহি...রাজিউন)। দেশের প্রথম ধারাবাহিক নাটক ‘সকাল-সন্ধ্যা’য় খোকা ভাই চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ছোটপর্দায় আবির্ভূত হন মহসীন মুনীর। গত শনিবার বিকেল ৪টায় ঢাকার অ্যাপোলো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পেশায় ব্যবসায়ী মুনীর কয়েক বছর ধরে উচ্চরক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন। গত ২০ মে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তাকে অ্যাপোলো হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল।

আশির দশকে টেলিভিশন নাটকের নিয়মিত মুখ ছিলেন তিনি। তিনি সহ-অভিনেত্রী হিসেবে পেয়েছেন সুবর্ণা মুস্তাফা, ক্যামেলিয়া মুস্তাফা ও চিত্রনায়িকা দিতিকে। অভিনয়ের পাশাপাশি গানও গাইতেন মহসীন মুনীর। বাংলাদেশ টেলিভিশনে ‘এই রাতের শিশির ভেজা ফুল’, ‘প্রথমে ফাগুনে তুমি এলে জীবনে’ জনপ্রিয় দুটিসহ অনেক গান গেয়েছেন তিনি। ব্যবসায় ব্যস্ত হয়ে পড়ায় ধীরে ধীরে গান ও নাটকের জগৎ থেকে দূরে সরে যান মুনীর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist