বিনোদন ডেস্ক

  ২৭ মে, ২০১৮

ইউটিউবে বিশ্বকাপের গান ‘লিভ ইট আপ’

আগামী ১৪ জুন থেকে ৩২ দেশের অংশগ্রহণে রাশিয়ায় শুরু হচ্ছে ফুটবলের মহাযজ্ঞ বিশ্বকাপ ফুটবল। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে বিশ্বকাপের অফিসিয়াল গান ‘লিভ ইট আপ’। গত শুক্রবার ইউটিউবে এটি উন্মুক্ত করা হয়েছে। আর ইউটিউবে ট্রেন্ডিং তালিকায় এখন তিন নম্বরে আছে গানটি। নাচের উপযোগী দ্রুতলয়ের গানটিতে কণ্ঠ দিয়েছেন হলিউড অভিনেতা ও র‌্যাপার উইল স্মিথ, পুয়ের্তোরিকান সংগীতশিল্পী নিকি জ্যাম ও কসোভার আলবেনিয়ান গায়িকা ইরা ইসত্রেফি। আগামী ১৫ জুলাই মস্কোর লুজনিকি স্টেডিয়ামে ফুটবল বিশ্বকাপের ফাইনালে গানটি পরিবেশন করবেন তারা।

হলিউড তারকা উইল স্মিথ এক বিবৃতিতে বলেছেন, ‘২০১৮ সালের ফিফা বিশ্বকাপে পারফর্ম করার প্রস্তাব পেয়ে আমি সম্মানিত। নিকি, ডিপ্লো ও ইরার সঙ্গে করা এই গানের সুরে

ঐক্য ও উদারতার সম্মিলন ঘটেছে। দিনের শেষে আমরা দেখতে চেয়েছি, গানটির তালে

নাচবে সারাবিশ্ব।’

‘ইনডিপেনডেন্স ডে’ ও ‘মেন ইন ব্ল্যাক’ তারকা উইল স্মিথ অনেক বছর শুধুই অভিনয়ে মনোযোগী ছিলেন। সম্প্রতি তিনি গানে ফেরার আভাস দিয়েছিলেন। ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল গানের মাধ্যমে সংগীতে ফিরলেন ৫০ বছর বয়সী এই তারকা।

গানটির প্রযোজক হিসেবে আছেন আমেরিকান ডিজে ডিপ্লো। অন্য তিন সংগীতশিল্পীসহ তাদের কারো দেশ (যুক্তরাষ্ট্র, পুয়ের্তোরিকো ও আলবেনিয়া) এবারের বিশ্বকাপে স্থান করে নিতে পারেনি। তাই ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল গানের জন্য ফিফার শিল্পী বাছাই নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist