বিনোদন ডেস্ক

  ২৫ মে, ২০১৮

বিদ্যা বালান ‘একাই একশো’

‘মেয়েদের শরীর নিয়ে সমাজের এত মাথাব্যথা! কারণ, শরীরের ওপর জোর খাটিয়ে মেয়েদের নিয়ন্ত্রণ করা হয়’-বললেন ভারতীয় নারীকেন্দ্রিক চলচ্চিত্রের এক শক্তিমান অভিনেত্রী বিদ্যা বালান। তিনি আরো বলেন, ‘নারীর শরীর ‘কালচারাল সিম্বল’ হলে পুরুষের শরীরও সেই কালচারের বাইরে নয়। কিন্তু সমাজ তা শেখায় না। এটা পিতৃতন্ত্রেরই একটা হাতিয়ার। নারীর মন-সত্তা-শরীরকে নিয়ন্ত্রণ করে পুরুষ আধিপত্য বজায় রাখতে চায়।’

সিনেমায় আইটেম গানে মেয়েদের উপস্থাপন নিয়ে সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, ‘আইটেম গান সবচেয়ে সহজ নিশানা। বছরের পর বছর ধরে যে ধরনের রোমান্টিক গান তৈরি হয়েছে, তাতেও মেয়েরা পণ্যের মতোই। শুধু নিজেকে নয়, চারপাশের নারীদের দেখেও সবসময়ে মনে হয়, মেয়েরা কোনো অংশে পুরুষের চেয়ে কম নন। নারীকেন্দ্রিক ছবিই আমি বেশি করি। তবে কেউ যখন জিজ্ঞেস করত, কিভাবে দশদিক সামলাই- মনের মতো উত্তর পেতাম না। একটা ক্যাম্পেইনের অংশ হয়ে যেন উত্তরটা খুঁজে পেয়েছি, ‘একাই একশো।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist