বিনোদন প্রতিবেদক

  ১৫ মে, ২০১৮

আজ থেকে শিল্পকলায় ‘রুধিররঙ্গিণী’

নতুন রেপার্টরি নাট্যদল ‘হৃৎমঞ্চ’ প্রথম প্রযোজনা হিসেবে মঞ্চে নিয়ে আসছে নাটক ‘রুধিররঙ্গিণী’। শুভাশিস সিনহার রচনা ও নির্দেশনায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন শুরু হবে। নাটকটিতে অভিনয় করছেন বাংলাদেশের নাট্যাঙ্গনের তিন প্রজন্মের বরেণ্য অভিনয়শিল্পী রোকেয়া রফিক বেবী, আজাদ আবুল কালাম ও জ্যোতি সিনহা। হৃৎমঞ্চের প্রথম প্রযোজনা ‘রুধিররঙ্গিণী’ নির্দেশনা দেওয়ার পাশাপাশি দলটির আর্টিস্টিক ডিরেক্টর হিসেবেও যুক্ত আছেন শুভাশিস সিনহা। এই বিষয়ে হৃৎমঞ্চের সমন্বয়ক পাভেল রহমান জানান, প্রায়ই বলা হয়ে থাকে, আমাদের সমকালীন নাট্যসাহিত্য দুর্বল, ‘রুধিররঙ্গিণী’ সেই মতকে খারিজ করবে বলেই আশা করা যায়। হৃৎমঞ্চ মূলত হৃদয়ের মঞ্চ। নিজস্ব মাটি ও প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত থেকে আন্তর্জাতিক মানের নাটক মঞ্চে আনবে হৃৎমঞ্চ। নাট্যসাহিত্যের উচ্চমানের দিক খেয়াল রেখেই আগামী প্রযোজনাগুলো মঞ্চে আনবে। ‘রুধিররঙ্গিণী’ রচনা, মঞ্চ-আলো-সংগীত পরিকল্পনা ও নির্দেশনা দিচ্ছেন শুভাশিস সিনহা। সংগীত আয়োজনে নির্ঝর চৌধুরী। গীতকণ্ঠে রয়েছেন শর্মিলা সিনহা, নির্ঝর চৌধুরী ও হুমায়ূন আজম রেওয়াজ। মঞ্চ নির্মাণ করেছেন শাহনাজ জাহান, হাসান আলী, সাকিল সিদ্ধার্থ ও আসফিকুর রহমান। দৃশ্যসজ্জায় আছেন শাহজাদা সম্রাট, সউদ, শাহনাজ, হাসান, পারভেজ ও ইমরান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist