বিনোদন ডেস্ক

  ০৫ মে, ২০১৮

অস্কার কমিটি থেকে কসবি ও পোলানস্কি বহিষ্কার

এবার যৌন নিপীড়নের অভিযোগে অস্কার কমিটি থেকে যুক্তরাষ্ট্রের অভিনেতা বিল কসবি ও বিশ্ববিখ্যাত চলচ্চিত্র নির্মাতা রোমান পোলানস্কিকে বহিষ্কার করেছে ইউএস একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। গত মাসে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত হয়েছেন কসবি। অন্যদিকে পোলানস্কি ১৯৭৭ সালে ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করেছিলেন

বলে স্বীকার করেছেন।

‘দ্য পিয়ানিস্ট’ চলচ্চিত্রের জন্য ২০০৩ সালে অস্কারে সেরা নির্মাতার পুরস্কার জিতেছিলেন পোলানস্কি। অস্কার কমিটিতে ভোটাভুটির পর বোর্ড সদস্যরা কসবি ও পোলানস্কিকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন বলে একাডেমির বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সংস্থার আচরণবিধির সঙ্গে না যাওয়ায় বিল কসবি ও রোমান পোলানস্কির সদস্যপদ বাতিলে ভোট দিয়েছে বোর্ড। অস্কার একাডেমির ৯১ বছরের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র চারজনকে বহিষ্কার করা হয়েছে। গত বছর যৌন নিপীড়নের অভিযোগে প্রযোজক হার্ভে উইনস্টেইনকে বহিষ্কার করে অস্কার একাডেমি।

২০০৪ সালে প্রথম অভিনেতা কারমাইন কারিডির সদস্যপদ প্রত্যাহার করে একাডেমি। গোপন ফিল্ম প্রিভিউ ভিডিও এক বন্ধুর কাছে পাঠানোর পর তা অনলাইনে ছড়িয়ে পড়লে তাকে বহিষ্কার করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist