বিনোদন প্রতিবেদক

  ০১ মে, ২০১৮

মুক্তিযোদ্ধা পরিচালককে সম্মাননা দিল পরিচালক সমিতি

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি প্রথমবারের মতো ২১ জন বীর মুক্তিযোদ্ধা চলচ্চিত্র পরিচালককে সম্মাননা দেয়। গত রোববার বিকেলে বিএফডিসির জহির রায়হার কালার ল্যাবে এ সম্মাননা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান।

অনুষ্ঠানে সম্মাননা নিতে উপস্থিত হয়েছিলেন সৈয়দ হাসান ইমাম, মাসুদ পারভেজ, আহসান উল্লাহ মনি, দেলোয়ার জাহান ঝন্টু, মনতাজুর রহমান আকবর, সাদেক সিদ্দিকীসহ অনেকে। এ ছাড়া সম্মাননাপ্রাপ্তদের তালিকায় রয়েছেন মতিন রহমান, আবু মুসা দেবু, আওলাদ হোসেন চাকলাদার, এম এ খালেক, অরূপ রতন চৌধুরী, সাহিদুর রহমান মুকুল, নূর মোহাম্মদ মনি, এসআর রেজা, মীর হুমায়ুন কবির, মো. কিতাব আলী ফিরোজ, দেওয়ান নজরুল, তমিজ উদ্দিন রিজভী, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুু, আবুল বাশার চুন্নু, খায়রুল বাসার। এর আগে গত বছর বাংলাদেশের চলচ্চিত্র-সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেয় বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড। চলচ্চিত্রাঙ্গনের প্রযোজক, পরিচালক, প্রদর্শক, সুরকার, শিল্পী-কলাকুশলী এবং চিত্রগ্রাহকদের আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা দেওয়া হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist