বিনোদন প্রতিবেদক

  ২৭ এপ্রিল, ২০১৮

বিশ্ববাজারে ‘স্বপ্নজাল’

আজ থেকে বিশ্ববাজারে নতুন স্বপ্নের জাল বুনতে যাচ্ছে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের আলোচিত ছবি ‘স্বপ্নজাল’। বাংলাদেশের সিনেমার বিশ্ব পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর পরিবেশনায় কানাডার বিশ্বখ্যাত চেইন ‘সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট’-এর পাঁচটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এর পরের সপ্তাহ

মানে আগামী ৪ মে আমেরিকার বিশ্বখ্যাত ‘রিগাল’ চেইনে প্রথম পর্যায়ে তিনটি প্রেক্ষাগৃহে মুক্তি

পাবে ‘স্বপ্নজাল’।

স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব এই তথ্য নিশ্চিত করে বলেছেন, দ্বিতীয় পর্যায়ে আমেরিকায় আরো বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে ও মধ্যপ্রাচ্যের আরব আমিরাত ও ওমানে মুক্তি পাবে ‘স্বপ্নজাল’। এর মধ্যে ‘সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট’-এর সবচেয়ে বড় প্রেক্ষাগৃহ টরন্টোর ইয়াং-ডান্ডাস স্কয়ারে এবারই প্রথমবারের মতো মুক্তি পাচ্ছে কোনো বাংলাদেশি সিনেমা।

বিশ্ববাজারে একই সময়ে মুক্তি পাচ্ছে হলিউডের দীর্ঘ প্রতীক্ষিত সিনেমা ইনফিনিটি ওয়ার। তাই এভেঞ্জার্সের সঙ্গে লড়তে হচ্ছে ‘স্বপ্নজাল’কে। অবশ্য এ লড়াইয়ে আশাবাদী পরিচালক গিয়াসউদ্দিন সেলিম। তিনি বলেন, যারা দেশের বাইরে থাকেন তারা বাংলাদেশকে খুঁজে ফেরেন। যতবার তারা ‘স্বপ্নজাল’ দেখবেন, বাংলাদেশকে খুঁজে পাবেন।

‘স্বপ্নজাল’ ছবির প্রধান চরিত্রে আছেন পরীমনি, ইয়াশ রোহান, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর ও ইরেশ যাকেরসহ অনেকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist