বিনোদন প্রতিবেদক

  ২৬ এপ্রিল, ২০১৮

ঈদের নাটক ‘একে গুনগুন দুয়ে পাঠ’

আধুনিকতার ধূরজাল ও অনভিপ্রেত চালচলনে ঘুণ ধরেছে সামাজিক মূল্যবোধে, ঘটছে নৈতিক অবক্ষয়। অবক্ষয়ের এই সর্বগ্রাসী থাবায় ধ্বংস হচ্ছে আমাদের সামাজিক ও পারিবারিক বন্ধন। উচ্ছৃঙ্খল ও বিপথগামী হচ্ছে আমাদের তরুণ প্রজন্ম ও যুবসমাজ। শৈশব থেকে কৈশরে পদার্পণেই তরুণ-তরুণীরা হারিয়ে ফেলছে সঠিক মূল্যবোধ, থাকছে সুস্থ ও স্বাভাবিক জীবনবোধ থেকে অনেক দূরে। ছেলেমেয়েরা তাদের মুরব্বি, বয়োবৃদ্ধ বাবা-মা ও প্রবীণদের প্রতি ন্যূনতম মান্য ও শ্রদ্ধাবোধ দেখানো তো দূরে থাক, উল্টো তাদের সঙ্গে বেয়াদবি ও বেপরোয়া আচরণ করে, যা অত্যন্ত অমার্জনীয় ও দৃষ্টিকটু বটে। তরুণ প্রজন্মকে এই সামাজিক মূল্যবোধের অবক্ষয় থেকে উত্তরণ ও জীবনবোধ উপলব্ধির নিটল উপমার পটভূমি নিয়ে নির্মিত হলো নাটক ‘একে গুনগুন দুয়ে পাঠ’। জনপ্রিয় নাট্যকার ও নির্মাতা ফেরদৌস হাসানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মনন আসাদ। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম, নাজিয়া হক অর্ষা, লুৎফর রহমান জর্জ, ওয়ালিউল হক রুমি, সাইকা আহমেদ, স্নিগ্ধা শ্রাবণ, অপু আহমেদ, সুমন আচার্য্য, রিফাত সৌরভসহ অনেকে।

নাটকটি নিয়ে নির্মাতা বলেন, ছোটবেলায় আমরা যখন বাড়িতে একা একা পড়তাম, তখন গুনগুন করে পড়তাম, কিন্তু যখন পাঠশালার ক্লাসে বন্ধুদের সঙ্গে পড়তাম, তখন তালে তাল মিলয়ে জোরে জোরে পড়তাম। তেমনিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই যদি ভালো কাজ করি ভালো চিন্তা করি, তাহলেই এগিয়ে যাবে দেশ। নেশার করাল গ্রাস, মুক্তচিন্তায় উদ্ভাসিত থেকে মুক্ত হবে আমাদের যুবসমাজ। আর এমন একটি তথ্যই দেওয়া হয়েছে নাটকটিতে। আশা করি গল্পটি দর্শকদের ভালো লাগবে। এরি মধ্যে শেষ হয়েছে নাটকটির দৃশ্য ধারণের কাজ। আসছে ঈদে নাটকটি এটিএন বাংলায়

প্রচারিত হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist