বিনোদন প্রতিবেদক

  ২৩ এপ্রিল, ২০১৮

মুভি মোগলের জীবনী নিয়ে বই

বাবার শাসন অগ্রাহ্য করে চলচ্চিত্রে প্রবেশ করেছিলেন ‘মুভি মোগল’খ্যাত চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক এ কে এম জাহাঙ্গীর খান। এবার তার জীবনী নিয়ে প্রকাশিত হয়েছে বই। শনিবার সন্ধ্যায় বিএফডিসির জহির রায়হান মিলনায়তনে ‘মুভি মোগল এ কে এম জাহাঙ্গীর খান’ শিরোনামের বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। বইয়ের মোড়ক উন্মোচনের পাশাপাশি এ সময় চলচ্চিত্রের বিশিষ্ট এই প্রযোজকের ৭৯তম জন্মদিন উদ্যাপন করা হয়।

বইটির প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদুর রেজা সাগর, গুণী অভিনেতা সৈয়দ হাসান ইমাম, গুণী নির্মাতা ও অভিনেতা আমজাদ হোসেন, অভিনেতা এটিএম শামসুজ্জামান, কাজী রোজী এমপি, মুশফিকুর রহমান প্রমুখ। এদিকে ‘মুভি মোগল এ কে এম জাহাঙ্গীর খান’ বইটি লিখেছেন লেখক আবদুল্লাহ জেয়াদ। প্রকাশ করেছে জ্যোতি প্রকাশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist