বিনোদন প্রতিবেদক

  ১৪ এপ্রিল, ২০১৮

নুহাশ হুমায়ূনের ‘কাগজ খেলা’

গত বছর টেলিভিশনে প্রচার হয়েছিল ‘হোটেল অ্যালবাট্রোস’ নামের একটি একক নাটক। এবার দেখা যাবে চলচ্চিত্র। তাও আবার পহেলা বৈশাখের রাতে। আর সেই কাক্সিক্ষত নির্মাতা হলেন নুহাশ হুমায়ূন। তার কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় এবার দর্শক দেখবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাগজ খেলা’। আজ রাত ৮টায় ছবিটি চ্যানেল আই প্রচার করবে।

১৫ মিনিটব্যাপী স্বল্পদৈর্ঘ্যরে এই চলচ্চিত্রে ফুটে উঠেছে অল্প বয়সী দুটি বালক-বালিকার একাকিত্বের গল্প। পরিবার হারানো বালক ও একমাত্র খেলার সাথী ভাইকে হারিয়ে নিঃসঙ্গতায় ভুগতে থাকে বালিকাটি। এই দুজন শিশুকে এক সুতোয় বেঁধে ফেলে কাগজের তৈরি ব্যাঙ। কাগজের তৈরি অসুন্দর ব্যাঙ থেকে তৈরি হয় দারুণ এক মানবিক সম্পর্ক। ছবিটিতে অভিনয় করেছেন গৌতম ঘোষের ‘শঙ্খচিল’ ছবিতে রূপসার ভূমিকায় অভিনয় করা শিশুশিল্পী সাঁঝবাতি ও আনাফ রহমান। স্বল্পদৈর্ঘ্য পরিচালনায় নুহাশ আগে থেকেই সহজাত। গত বছরের অক্টোবরে এই চলচ্চিত্র প্রদর্শন করে দ্য ডেইলি স্টার ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আয়োজিত ‘জীবনের জয়গান উৎসব’-এর দশম আসরে। সেখানে সেরা নবাগত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকার হিসেবে পুরস্কৃত হয়েছিলেন হুমায়ূন পুত্র নুহাশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist