বিনোদন প্রতিবেদক

  ১২ এপ্রিল, ২০১৮

রিট পিটিশন প্রত্যাহার করলেন সেলিম খান

গত ১৮ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র পরিবার এক বিজ্ঞপ্তিতে তাদের অন্তর্ভুক্ত সংগঠনগুলোর সদস্যদের ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে কাজ করা থেকে বিরত থাকার আহ্বান জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘চিত্রনায়ক শাকিব খান অভিনীত পুরোনো এবং নতুন কোনো ছবির শুটিংয়ের কাজে চলচ্চিত্র পরিবারের অন্তর্ভুক্ত সংগঠনগুলোর কোনো সদস্য অংশ নেবেন না।’ চিত্রনায়ক শাকিব খান সংশ্লিষ্ট সব চলচ্চিত্র নির্মাণসংক্রান্ত কাজ থেকে নিজেদের বিরত রাখবেন। এই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে শাপলা মিডিয়ার স্বত্বাধিকারী সেলিম খান আদালতে একটি রিট আবেদন করেন। চলচ্চিত্র পরিবারের দেওয়া সেই বিজ্ঞপ্তির কার্যকারিতা তিনটি ছবির ক্ষেত্রে তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। ২৩ জুলাই বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। খোঁজ নিয়ে জানা গেছে, চলচ্চিত্র পরিবারের বিরুদ্ধে করা পিটিশন প্রত্যাহার করে নিয়েছে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। যার প্রত্যাহার করা পিটিশন নম্বর : ১০৩৭৭/২০১৭।

গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় জাস্টিস সালমা মাসুদ ও জহিরুল হকের আদালতে শুনানি করে মামলা প্রত্যাহার করেন বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। এ বিষয়ে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, চলচ্চিত্র পরিবার শাকিব খানের বহিষ্কারাদেশ তুলে নিয়েছে। আমার দুটি সিনেমার কাজও শেষ হয়েছে। তাই আমি চলচ্চিত্রের উন্নয়নের স্বার্থে এই পিটিশন তুলে নিয়েছি। আগামী রবি বা সোমবার আদালতের রায়ের কপি হাতে পাব। চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে জায়েদ খান বলেন, ব্যক্তিগতভাবে সেলিম ভাইয়ের এ সিদ্ধান্তকে স্বাগত জানাই। বাকিটা ১৮ সংগঠনের মিটিং হলে তারা জানাবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist