বিনোদন প্রতিবেদক

  ০৬ এপ্রিল, ২০১৮

দেশের জন্য শ্রাবন্তীর প্রাণ কাঁদে

দেশ ছেড়ে বিদেশ-বিভুঁয়ে কে পরে থাকতে চায়! যদিও দেশমাতৃকার টানে কেউ কেউ ফিরে আসেন। আবার কেউ কেউ নানা প্রতিবন্ধকতায় ইচ্ছে থাকলেও ফিরতে পারেন না। তেমনি একজন দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় নাম অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তী। ২০১০ সালের ২৯ অক্টোবর বিয়ে করেন তিনি। বর বেসরকারি টিভি চ্যানেল এনটিভির অনুষ্ঠান বিভাগের কর্মকর্তা খোরশেদ আলম। বিয়ের পরপরই যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এই জনপ্রিয় অভিনেত্রী। বর্তমানে স্বামী ও দুই সন্তান নিয়ে সেখানেই বসবাস করছেন।

কিন্তু দেশের জন্য শ্রাবন্তীর প্রাণ কাঁদে। দেশের মাটিতে ফিরে আসতে চান তিনি। সে কথা তিনি নিজেই জানিয়েছেন। সম্প্রতি নিজের ফেসবুক পেজে এমনই একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। স্ট্যাটাসে শ্রাবন্তী লিখেছেন, ‘হায়রে শখের আমেরিকা! শুধু বাচ্চাদের জন্য এখানে, কিন্তু মনটা বাংলাদেশে। বাচ্চাদের এখানে সুন্দর ভবিষ্যৎ, তবু নিজের দেশের শান্তি আলাদা। ওরা যেতে চায় না। বুঝিয়ে বললাম, তা-ও কাজে দিল বলে মনে হলো না।’

শ্রাবন্তী আরো লিখেছেন, ‘বাচ্চাদের কারণে এখনো এখানে আছি। তবে মনকে বোঝাতে না পারলে আমি পালাব। কথাগুলো শেয়ার করলাম। কারণ, আমি শান্তি পাচ্ছি না। বাচ্চারা চায় আমেরিকা আর ওদের মা-বাবা চায় বাংলাদেশ। বড়ই কঠিন সিদ্ধান্ত।’

শ্রাবন্তীর ক্যারিয়ার শুরু হয়েছিল মডেল হিসেবে। সেখান থেকে ঢুকে পড়েন নাট্যজগতে। বহু প্যাকেজ ও ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তিনি। তবে তাকে সবচেয়ে বেশি পরিচিতি এনে দেয় প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত ও পরিচালিত ‘জোছনার ফুল’ নাটকটি। নাটকে তার বিপরীতে অভিনয় করেছিলেন চিত্রনায়ক রিয়াজ।

নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও বেশ সাড়া ফেলেছিলেন অভিনেত্রী শ্রাবন্তী। যদিও চলচ্চিত্রে তার কাজ হাতেগোনা। ২০০৪ সালে কমেডি ঘরনার ‘রং নাম্বার’ ছবিতে তার অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। মতিন রহমান পরিচালিত ওই ছবিতেও শ্রাবন্তীর নায়ক ছিলেন রিয়াজ। সুপারহিট সেই নায়িকাই সবকিছু ছেড়ে এখন যুক্তরাষ্ট্র প্রবাসী। চাচ্ছেন দেশে ফিরতে। কিন্তু কবে ফিরবেন তিনি?

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist