বিনোদন প্রতিবেদক

  ২৩ মার্চ, ২০১৮

গান নিয়েই থাকতে চান পড়শী

পড়শীর গানে মুগ্ধ দর্শক। যশ ও রূপের গুণে চলচ্চিত্র নিয়েও খানিকটা মেতে ছিলেন। তবে খুব এগোননি। অল্পতেই বুঝে নিয়েছিলেন এ কাজ তার নয়। কারণ তিনি গায়িকা, নায়িকা নন। এই বিষয়টি তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন। বলেছিলেন, ‘আমি গায়িকা, নায়িকা নই। গান নিয়েই থাকতে চাই।’ যেই কথা, সেই কাজ। এবার গান নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন এ প্রজন্মের জনপ্রিয় সংগীত তারকা সাবরিনা পড়শী। সম্প্রতি নতুন গানে কণ্ঠ দিয়েছেন তিনি। নেপালের ত্রিভুবন বিমানবন্দরে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার কয়েকজন শিল্পী মিলে তৈরি করেছেন একটি নতুন গান। শিরোনাম ‘ফিরে আসবে না’। এরই মধ্যে গানটির ভিডিওর দৃশ্য ধারণ হয়েছে। বাংলাদেশের সাহান কবন্ধের লেখা গানটি নেপালের ভাষায় রূপান্তর করেছেন প্রসাদ বাসকোটা। শ্রীলঙ্কা থেকে গানটির সুর ও সংগীত করেছেন যৌথভাবে সেই দেশের রাজ ও থিলিনা বোরালেসা। ‘ফিরে আসবে না’ গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের হৃদয় খান ও পড়শী এবং নেপালের মেলিনা রাই ও সনুপ পাউডেল।

এ প্রসঙ্গে পড়শী বলেন, ‘এখন কয়েকটি নতুন গানের কাজ চলছে। এ ছাড়া চলতি মাসেই বেশ কিছু স্টেজ কনসার্ট রয়েছে। এ সপ্তাহে কক্সবাজারে কনসার্টে গান গেয়েছি। সব মিলিয়ে গান নিয়েই ব্যস্ত সময় কাটছে।’ নতুন গান নিয়ে পড়শি বলেন, ‘নেপালের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে একটি গানে কণ্ঠ দিয়েছি। এই গানটি মূলত মানবতার জায়গা থেকে করা হয়েছে। আমরা এমন দুর্ঘটনা আর চাই না।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist