বিনোদন প্রতিবেদক

  ২১ মার্চ, ২০১৮

স্বাধীনতা দিবসের নাটক ‘যুদ্ধশিশু জোভান’

‘যুবতী দেলদুয়ারকে তার প্রতিবেশী রাজাকার ৭১-এ পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দেয়। পাকিস্তানি বাহিনীর কাছে বন্দি থাকা অবস্থায় নির্যাতিত হয়ে রেড ক্রিসেন্টের সহায়তায় সে একটি ছেলেসন্তান প্রসব করে। সে সময় সুইডিস এক দম্পতি দেলদুয়ারার বাচ্চাকে পালক নেন। বিদেশিদের কাছে থেকে বড় হয় যুদ্ধশিশুটি। একটা সময় সুইডিস দম্পতি সত্য ঘটনা খুলে বলেন জোভানকে। তখনই বিপত্তি বাধে। বাবা-মায়ের খোঁজে জোভান তার হবু স্ত্রীকে নিয়ে বাংলাদেশে ফেরেন। অ্যাম্বাসি থেকে খোঁজখবর নেওয়া শুরু হয়। কিন্তু আসলে অ্যাম্বাসি কি সন্ধান পাবেন জোভানের মায়ের?’ এমনই গল্পে নির্মিত হয়েছে ‘যুদ্ধশিশু’।

মাসুদ আহমেদের রৌদ্রবেলা ও ঝরাফুল উপন্যাসের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে এই বিশেষ নাটক। এর নাট্যরূপ দিয়েছেন মানস পাল ও পরিচালনা করেছেন গোলাম হাবিব লিটু। নাটকটিতে যুদ্ধশিশু চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন তানিয়া আহমেদ (দেলদুয়ারা), জার্মানশিল্পী দোরোথিয়া বরকসকি, আফরোজা বানুসহ অনেকে।

শেষ পর্যন্ত অ্যামবাসি জোভানের মায়ের কোনো খোঁজ পেলেন কিনা-আর জানতে হলে চোখ রাখতে হবে চ্যানেল আইয়ের পর্দায়। বিশেষ নাটক ‘যুদ্ধশিশু’ প্রচার হবে স্বাধীনতা দিবস ২৬ মার্চ রাত ৮টায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist