বিনোদন প্রতিবেদক

  ২১ মার্চ, ২০১৮

মিজানের ‘বীরাঙ্গনা’

দেশকে স্বাধীন করতে গিয়ে অনেক মা-বোন সম্ভ্রম হারিয়েছেন। দেশ এসব সম্ভ্রম হারানো মা-বোনদের সর্বোচ্চ সম্মান দিয়ে ‘বীরাঙ্গনা’ উপাধি দিয়েছেন। সেই বীরাঙ্গনাদের নিয়েই ‘বীরাঙ্গনা’ শিরোনামের গানে নিয়ে আসছেন ওয়ারফেজ ব্যান্ডের সাবেক ভোকাল কণ্ঠশিল্পী মিজান।

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বলিদ্বারা গ্রামের টেপরি রানী একজন বীরাঙ্গনা। ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী ও রাজাকার দ্বারা অমানুষিক নির্যাতনের স্বীকার হয়েছেন তিনি। সেই টেপরি রানীকে নিয়ে ‘বীরাঙ্গনা’ গানটি লিখেছেন দেওয়ান লালন আহমেদ, সুর ও সংগীতায়োজন করেছেন রাজিব হোসাইন। গানটিতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী মিজান।

তিনি জানান, গানটি সব দর্শক-শ্রোতা এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সময়কার কথা ভাবাবে। আমি আশা রাখি দর্শকদের ভালো লাগবে।

‘বীরাঙ্গনা’ গানটির গীতিকার দেওয়ান লালন আহমেদ জানান, আমি হৃদয়ে ধারণ করি আমাদের মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশকে। আমাদের নতুন প্রজন্ম এই বিষয়গুলোকে যাতে তাদের মনে, মননে ও মগজে ধারণ করে সেটি মাথায় রেখেই আমার এই প্রয়াস। আগামীকাল ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশ পাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist