বিনোদন প্রতিবেদক

  ১৮ মার্চ, ২০১৮

২৪ মার্চ তারিনের ‘ইন্টারভিউ’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের আবাসিক ছাত্রী ছিলেন সায়মা আহমেদ। ১৯৭১ সালের ২৫ মার্চ বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা চালায়। তখন ক্যাপ্টেন আজিজের কাছে ধর্ষিত হন সায়মা আহমেদ। দীর্ঘদিন এ ঘটনা আড়ালে রাখেন তিনি। তবে একটি বইয়ের সূত্র ধরে সায়মাকে খুঁজে বের করেন বাংলাদেশি বংশদ্ভূত ব্রিটিশ সাংবাদিক অগ্নি। এরপর ৬০ বছর বয়সী সায়মা সাংবাদিকের কাছে সেদিনের অপ্রীতিকর ঘটনার বর্ণনা দেন। আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে এমন গল্পে মাসুদ চৌধুরী নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘ইন্টারভিউ’। এতে সায়মা আহমেদের চরিত্রে অভিনয় করেছেন তারিন জাহান। এ ছাড়া ক্যাপ্টেন এজাজের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা তানভির ও সাংবাদিক অগ্নির চরিত্রে অভিনেত্রী সানজিদা প্রীতি। আবুল কালাম আজাদের রচনায় নাটকটিতে আরো অভিনয় করেছেন আল মামুন ও পারভিন মাহবুবা। আগামী ২৪ মার্চ রাত ৯টা ৫ মিনিটে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) নাটকটি প্রচার করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist