বিনোদন প্রতিবেদক

  ১৬ মার্চ, ২০১৮

আসছে রোকেয়া প্রাচীর ‘মাটির প্রজার দেশে’

১০ বছরে শিশু জামাল। মায়ের সঙ্গে গ্রামে বসবাস করেন। একদিন সে তার বাল্যবন্ধু ও খেলার সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু এটা সে কিছুতেই মেনে নিতে পারে না। এই কঠিন বাস্তবতা ও তার মায়ের অতীত ইতিহাসের কারণে জামাল সমাজবিচ্ছিন্ন হয়ে পড়ে। যে কারণে সে নতুন করে আর বন্ধু বানাতে পারে না এবং তার স্কুলেও যাওয়া বন্ধ হয়ে যায়।

এটি একটি সিনেমার গল্প। নাম ‘মাটির প্রজার দেশে’। যে সিনেমা ইতোমধ্যে বিশ্ব জয় করে দেশে ফিরেছে। আগামী ২৩ মার্চ ঢাকার স্টার সিনেপ্লেক্স ও রাজশাহীর উপহার প্রেক্ষাগৃহে তার দেখা পাবে দর্শক।

বিজন ইমতিয়াজ পরিচালিত এ ছবিটি বিশ্বের ২০টিরও বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেয়। সবখানে বিশেষ ভাবে প্রশংসিত হয়। এ ছাড়াও ছবিটি ২০১৬ সালে শিকাগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে।

এদিকে ‘মাটির প্রজার দেশে’র প্রচারণায় অংশ নিতে ঢাকায় আসছেন ছবিটির দুই সঙ্গীতশিল্পী ভারতের অর্ক মুখার্জি ও সাত্যকি ব্যানার্জি। এজন্য তারা ‘কবিতা’ শিরোনামের একটি গানও তৈরি করেছেন।

বাঘা প্রডাকশনস লিমিটেডের ব্যানারে নির্মিত ছবিটিতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, কচি খন্দকার, শিউলি আক্তার, চিন্ময়ী গুপ্তা, রমিজ রাজু, আবদুল্লাহ রানা, মনির আহমেদ শাকিল, রিকিতা নন্দিনী শিমুসহ অনেকে। এ ছবির প্রধান শিশুশিল্পী জামাল চরিত্রে অভিনয় করেছে মাহমুদুর অনিন্দ্য।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist