বিনোদন ডেস্ক

  ১২ মার্চ, ২০১৮

চীনে বজরঙ্গি ভাইজানের আয় ১০০ কোটি রুপি!

২ মার্চ চীনে মুক্তি পেয়েছিল বলিউড তারকা অভিনেতা সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’ ছবিটি। মুক্তির পর মাত্র এক সপ্তাহেই ছবিটি আয় করে ফেলেছে ১০০ কোটি রুপি, যা রীতিমতো বিস্ময়ের। ‘বজরঙ্গি ভাইজান’ হলো চীনে ১০০ কোটি রুপির বেশি ব্যবসা করা চতুর্থ ছবি। এর আগে আমির খান অভিনীত ‘পিকে’, ‘সিক্রেট সুপারস্টার’ ও ‘দঙ্গল’ চীনে ১০০ কোটির বেশি ব্যবসা করেছিল। চীনের চলচ্চিত্র কোম্পানিই স্টারস ফিল্মস লিমিটেডের সহযোগিতায় ইরোস ইন্টারন্যাশনাল চীনের আট হাজারেরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছে ছবিটি। কবির খান নির্মিত ‘বজরঙ্গি ভাইজান’ ছবিটি ২০১৫ সালে ভারতে মুক্তি পায়। সে সময় ভারতেই ছবিটি ব্যবসা করেছিল প্রায় ৩২০ কোটি রুপির বেশি। ছবিতে সালমানের সঙ্গে অভিনয় করেন কারিনা কাপুর খান, হারশালি মালহোত্রা ও নওয়াজউদ্দিন সিদ্দিকী।

ছবির গল্প গড়ে উঠে বাক-প্রতিবন্ধী এক পাকিস্তানি মেয়েকে নিয়ে। যে কিনা দুর্ঘটনাক্রমে ভারতে চলে আসে। একপর্যায়ে মেয়েটিকে সালমান উদ্ধার করে তার দেশে পাঠানোর জন্য উপায় খুঁজতে থাকেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist