বিনোদন প্রতিবেদক

  ১১ মার্চ, ২০১৮

হাসপাতাল বানাবেন ইলিয়াস কাঞ্চন

মানবসেবায় ইতোমধ্যে তিনি তার নজির স্থাপন করেছেন। এবার সেই ধারাবাহিতকায় জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা ইলিয়াস কাঞ্চন হাসপাতাল বানানোর ঘোষণা দিয়েছেন। যেখানে শুধু সেবা দেওয়া হবে মানুষকে। রাজধানীর আশুলিয়ায় এরই মধ্যে হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয়ে গেছে বলে জানালেন তিনি। ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আশুলিয়াতে হাসপাতাল করতে যাচ্ছি। আমার একটি মাত্র জমি, সেখানে আমি হাসপাতাল করব। আমার যা আছে তাই দিয়েই হাসপাতালের কাজ শুরু হয়েছে। এর মধ্যেই ছয়তলার প্ল্যান পাস হয়েছে। অনেক সহযোগিতা করেছেন ইঞ্জিনিয়ার স্বপন ভাই। আমি আমার স্বপ্নপূরণ করে চলেছি। যত দিন বেঁচে থাকব মানুষের সেবা করে যাব। এটাই আমার স্বপ্ন ও কাজ।’ এ বছর একুশে পদক পেয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তবে চলচ্চিত্রের মানুষ হিসেবে নয়, সমাজসেবায় বিশেষ অবদানের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন। গত ২০ ফেব্রুয়ারি ওসমানী স্মৃতি মিলনায়তনে ইলিয়াস কাঞ্চনের হাতে এ পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৯৩ সালের ২২ অক্টোবর। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যু হয়। প্রিয়তমা স্ত্রীর মৃত্যুতে তিনি ভেঙে না পড়ে শোককে শক্তিতে পরিণত করেন। সড়ক দুর্ঘটনা রোধে জীবনের বাকি দিনগুলো কাজ করার প্রতিজ্ঞা করেন। আর কেউ যেন তার মতো ভুক্তভোগী না হন। দীর্ঘদিন থেকেই ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন করে আসছেন ইলিয়াস কাঞ্চন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist