বিনোদন প্রতিবেদক

  ১০ মার্চ, ২০১৮

মাকে ধন্যবাদ দিলেন জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের বাইরেও তিনি সমাজ প্রগতি নিয়ে বরাবরই সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে এক বলিষ্ঠ কণ্ঠস্বরও তিনি। তার এই ভূমিকা আমাদের শিল্প সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করবে। গত শুক্রবার ছিল আন্তর্জাতিক নারী দিবস। আর এই দিবসে জয়া জানিয়েছেন, তার জীবনের বিশেষ মানুষটির কথা। সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাসে এ অভিনেত্রী সে কথা জানান। তিনি লেখেন, ‘আজ এই আন্তর্জাতিক নারী দিবসে আমি তার সম্পর্কে কথা বলতে চাই, যার জন্য আমি আজ এখানে আছি। সেই বিশেষ মানুষটি আমার মা। তার দ্বারা প্রদর্শিত পথই আজ আমার স্বপ্নপূরণে সাহায্য করেছে। এই বিশেষ দিনে, আমার জীবনে তার অবদানের স্বীকার করতে আমার যথেষ্ট শব্দ নেই। সবকিছুর জন্য তোমায় ধন্যবাদ মা।’ জয়া বর্তমানে নির্মাতা মাহমুদ দিদারের চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’ ছবির দ্বিতীয় পর্যায়ের শুটিং শেষ করেছেন। মানিকগঞ্জের সাটুরিয়ার গোপালপুরে হয়েছে এই ছবির শুটিং। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে টানা দশ দিন নওগাঁর সাপাহারে শুটিং হয়েছে প্রথম দফায়। চলচ্চিত্রের গল্পটা সার্কাসকে কেন্দ্র করে এক নারীর টিকে থাকার। সেখানেই সার্কাসকন্যা বিউটি চরিত্রে অভিনয় করছেন জয়া। তার মনে এখনো চরিত্রটির প্রতি প্রেম অক্ষুণœ। সরকারি অনুদানের চলচ্চিত্রটির প্রযোজনা সহযোগী হিসেবে আছে ইমপ্রেস টেলিফিল্ম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist